গুজব রয়েছে, এ বছরই নিজেদের বহুল প্রতীক্ষিত মিক্সড রিয়ালিটি হেডসেটের আত্মপ্রকাশ ঘটাবে অ্যাপল। সেটি হতে পারে এ আয়োজনেরও।
Published : 30 Mar 2023, 05:26 PM
নিজেদের বার্ষিক বিশেষ আয়োজন ‘ডব্লিউডব্লিউডিসি’র তারিখ ঘোষণা করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। সাধারণত সফটওয়্যারবিষয়ক বিভিন্ন ঘোষণা থাকে এ আয়োজনে।
কোম্পানি বলছে, এই আয়োজন চলবে ৫ জুন ও ৯ জুনের মাঝামাঝি সময়ে। মহামারীর সময় পেছনে ফেলে আসার পরও এখনও অনলাইন সংস্করণেই আয়োজিত হচ্ছে এটি। তবে, ৫ তারিখে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ‘অ্যাপল পার্ক’-এ কোম্পানিটি বিভিন্ন নির্মাতা ও শিক্ষার্থীকে ‘বিশেষ এক অভিজ্ঞতা’ দেখাবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।
আয়োজন থেকে দর্শকদের কী প্রত্যাশা করা উচিৎ, সে সম্পর্কে কোম্পানি তেমন কিছু না বললেও সাম্প্রতিক বছরগুলোয় এটিই সম্ভবত অ্যাপলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন হতে যাচ্ছে।
এদিকে খবর চাউর হয়েছে, অবশেষে ২০২৩ সালের আয়োজনে নিজেদের বহুল প্রতীক্ষিত মিক্সড রিয়ালিটি হেডসেটের আত্মপ্রকাশ ঘটাবে অ্যাপল। সম্ভাব্য এই ডিভাইসকে ডাকা হচ্ছে ‘রিয়ালিটি প্রো’ বা ‘রিয়ালিটি ওয়ান’ নামে। আর এতে থাকতে পারে কোম্পানির নিজস্ব এম২ চিপ, ডুয়াল ৪কে ডিসপ্লে, উন্নতমানের ‘বডি ট্র্যাকিং’ ও নিয়ন্ত্রকমুক্ত ইনপুট প্রদানের সুবিধা, যেখানে ব্যবহারকারী নিজ হাতের সংকেতের পাশাপাশি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরি’র বিভিন্ন নির্দেশনাও ব্যবহার করতে পারবেন।
আসন্ন আয়োজনে ডিভাইসটি (সম্ভাব্য দাম তিন হাজার ডলার) হয়তো নির্মাতা ও পেশাদারদের উদ্দেশ্য করে দেখানো হলেও এর মধ্যে থাকতে পারে বিভিন্ন স্বাস্থ্য ফিচার, ফেইসটাইম কলে পুরো শরীরের অ্যাভাটার ও বিভিন্ন আইফোন ও আইপ্যাড অভিজ্ঞতার পরিধানযোগ্য সংস্করণ। তবে, ডিভাইসটি শিপমেন্টে যেতে সময় লাগতে পারে এই বছরের শেষ নাগাদ পর্যন্ত।
‘ডব্লিউডব্লিউডিসি ২০২৩’-এর অন্যান্য ঘোষণা তুলনামূলক স্পষ্ট হতে পারে। ফলে, এটা মোটামুটি নিশ্চিত যে অন্যান্য প্ল্যাটফর্ম আপডেটের পাশাপাশি ভার্চুয়াল উপায়ে ‘আইওএস ১৭’, ‘ম্যাকওএস ১৪’ ও ‘ওয়াচওএস ১০’-এর নমুনা সংস্করণ দেখার সুযোগ পেতে পারেন ব্যবহারকারীরা। কোম্পানির বিভিন্ন সেবাতেও আপডেট আসতে পারে। অ্যাপলের বিদ্যমান লাইনআপে কোনো আপডেট আসার সম্ভাবনা না থাকলেও, সর্বপ্রথম ‘এম৩ ভিত্তিক ম্যাক’ আত্মপ্রকাশের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়নি এনগ্যাজেট। কারণ, ২০২২ সালের আয়োজনেই ‘ম্যাকবুক এয়ার এম২’ এনেছিল কোম্পানিটি।
কোম্পানির পূর্ববর্তী ইতিহাস থেকে ইঙ্গিত মেলে, আয়োজনটি শেষ হওয়ার পরপরই হয়তো বিভিন্ন অপারেটিং সিস্টেমের বেটা সংস্করণ দেখতে পাবেন ব্যবহাকারীরা। আর এগুলোর পুরোদস্তর সংস্করণ আসতে পারে শরতে। আগের আয়োজনের মতোই, এবারের আয়োজনে ব্যবহারকারী কী দেখতে পারেন, আসন্ন মাসগুলোয় তার কোনো ঝলক দেখা যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।