দেশটির বেশিরভাগ আলোচিত মামলার বিচার সাধারণত যে আদালতে হয়, মস্কোর সেই ব্যাসম্যানি ডিস্ট্রিক্ট কোর্ট ফোমিনিশভকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিচারপূর্ব আটকাদেশ দিয়েছে।
Published : 24 Dec 2023, 05:45 PM
রাশিয়া সরকারের মহাকাশ কার্যক্রমের জন্য যন্ত্রাংশ বানায় এমন এক কোম্পানির প্রধানকে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তারকৃত ইয়েভজেনি ফোমিনিশেভকে বড় ধরনের প্রতারণার দায়ে জিজ্ঞাসাবাদ করেছে রাশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনীর সদস্যরা। তবে, সেটি কোন বাহিনী সে তথ্য মেলেনি।
অভিযোগ প্রমাণিত হলে ফোমিনিশেভকে দশ বছরের কারাদণ্ডসহ প্রায় ১১ হাজার ডলারের অর্থদণ্ড ভোগ করতে হতে পারে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস।
রাশিয়ায় গুরুতর অপরাধ দমনে নিয়োজিত সংস্থা রাশিয়া’স ইনভেস্টিগেটিভ কমিটির অনুরোধে, দেশটির বেশিরভাগ আলোচিত মামলার বিচার সাধারণত যে আদালতে হয়, মস্কোর সেই ব্যাসম্যানি ডিস্ট্রিক্ট কোর্ট ফোমিনিশভকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিচারপূর্ব আটকাদেশ দিয়েছে বলে লিখেছে তাস।
এনপিপি জিওফিজিক্স নামের একটি কোম্পানির প্রধান ফোমিনিশেভ, এবং নিজেদের ওয়েবসাইট কোম্পানিটির জানিয়েছে তারা “মহাকাশযানের জন্য অপটিক্যাল ইলেকট্রনিক ওরিয়েন্টেশন এবং ন্যাভিগেশন যন্ত্রাংশ” বানায়। দেশটির প্রায় সব মহাকাশযানে কোম্পানিটির তৈরি যন্ত্রাংশ ব্যবহৃত হয় বলে প্রতিবেদেনে লিখেছে রয়টার্স।
কোম্পানির ওয়েবসাইটে একটি নয় পৃষ্ঠার দুর্নীতি বিরোধী নীতিমালা রয়েছে, এবং দুর্নীতির বিরুদ্ধে একটি জিরো টলারেন্স নীতি চালু করতে কোম্পানিটির পরিচালনা পর্ষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে উল্লেখ রয়েছে সেই নীতিমালায়।
গত অগাস্টে চাঁদের পৃষ্ঠে অবতরণকালে লুনা-২৫ মহাকাশযানটি বিদ্ধস্ত হয়, এবং সেটি রাশিয়ার মহাকাশ কার্যক্রমের জন্য বড় ধরনের ব্যার্থতা বলে সে সময় উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে।
৪৭ বছর পর আবার শুরু হওয়া দেশটির প্রথম চন্দ্র অভিযানে ব্যার্থতার কারণ হিসাবে মহাকাশযানটির কন্ট্রোল ইউনিটে গোলযোগ ছিল বলে বেড়িয়ে আসে তদন্তে। এই যন্ত্রাংশের নির্মাতা এনপিপি জিওফিজিক্স।