২০২০ সালে ৪৩ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমার মূল অভিনেতা চ্যাডউইক বোজম্যান। সে কারণেও গেইমটির প্রতি দর্শকদের বাড়তি আগ্রহ থাকতে পারে।
Published : 12 Jul 2023, 01:02 PM
‘ব্ল্যাক প্যানথার’ নামে সিঙ্গল প্লেয়ার গেইম তৈরির ঘোষণা দিয়েছে ‘ইলেকট্রনিক আর্টস (ইএ)’।
মার্ভেলের সঙ্গে চুক্তির অংশ হিসেবেই এই গেইম তৈরি করবে ‘ইএ’র সিয়াটল ভিত্তিক গেইমিং স্টুডিও ‘ক্লিফহ্যাঙ্গার গেইমস’।
সম্ভাব্য এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার গেইমটিতে তৃতীয় কোনো ব্যক্তির দৃষ্টিকোণ থেকে গেইম খেলার সুবিধা থাকবে। আর, এর মানে হচ্ছে, ‘স্পাইডারম্যান’ গেইমটির সঙ্গে এর কিছুটা মিল থাকবে।
মার্ভেল বলছে, ক্লিফহ্যাঙ্গারের লক্ষ্য ‘গেইমে এমন একটি জগত দেখানো, যা গেইমারদের ওয়াকান্দা রাজ্যের রক্ষক ‘ব্ল্যাক প্যান্থার’ হিসেবে গেইম খেলার অভিজ্ঞতা দেবে।’
গেইমে ‘ওয়াকান্দা’র প্রতিটি দিক, প্রযুক্তি, নায়ক ও মূল গল্পের ‘ডিটেইলে’ মনযোগ দেওয়ার মাধ্যমে ব্ল্যাক প্যান্থারের প্রতি সুবিচারের বিষয়টি নিশ্চিত করতে’ মার্ভেল গেইমসের সঙ্গে যৌথভাবে কাজ করার কথা বলেছে ক্লিফহ্যাঙ্গার।
তবে, এ নিয়ে বাড়তি কোনো তথ্য দেওয়ার ক্ষেত্রে দুটি কোম্পানিই সতর্কতা অবলম্বন করছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
Marvel Games and EA’s latest studio Cliffhanger Games are proud to announce a new, original, third-person, single-player Black Panther title in development! Read more now: https://t.co/kBS0MTsFbH pic.twitter.com/7aQEdYo7Qg
— Marvel Games (@MarvelGames) July 10, 2023
ক্লিফহ্যাঙ্গারের নেতৃত্বে রয়েছেন এর আগে ‘মিডল-আর্থ: শ্যাডো অফ মরডর’ গেইমের নির্মাতা কোম্পানি ‘মনলিথ প্রোডাকশনে’ একই ভূমিকায় থাকা গেইম নির্মাতা কেভিন স্টিফেনস। এ ছাড়া, ‘হালো ইনফিনিট’, ‘গড অফ ওয়ার’ ও ‘কল অফ ডিউটি’র মতো গেইমের সাবেক ডেভেলপাররাও তার দলের সঙ্গে যুক্ত।
“আমরা গেইমারদের এমন এক খাঁটি ব্ল্যাক প্যান্থার গেইম খেলার অভিজ্ঞতা দিতে চাই, যা এর গল্পনির্ভর কোনও ভিডিও গেইমে কখনও দেখা যায়নি। আর এতে তারা সহায়তা ও নিয়ন্ত্রণও বেশি পাবেন।” --বলেন স্টিফেনস।
“ওয়াকান্দা একটি সমৃদ্ধ সুপারহিরোর রাজ্য। আর আমাদের লক্ষ্য সেইসব গেইমারের জন্য চমকপ্রদ এক জগৎ তৈরি করা, যারা ব্ল্যাক প্যানথারকে ভালবাসেন ও আমাদের মতোই ওয়াকান্দার জগৎ অনুসন্ধান করতে চান।”
২০২০ সালে ৪৩ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান মার্ভেলের ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমার মূল অভিনেতা চ্যাডউইক বোজম্যান। ফলে, গেইমটির প্রতি দর্শকদের বাড়তি আগ্রহ থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
ইএ’র পাইপলাইনে একটি ব্ল্যাক প্যানথার গেইম থাকার কথা বেশ কিছু সময় ধরেই চাউর হয়েছে। গত সেপ্টেম্বরে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে, ইএ’র অধীনস্থ ‘মোটিভ গেইমস’ আয়রনম্যান গেইম তৈরি করছে। আর এটিও একটি ‘সিঙ্গল প্লেয়ার, থার্ড পার্সন, অ্যাকশন অ্যাডভেঞ্চার’ ঘরানার গেইম। এ ছাড়া, সম্প্রতি ‘ডেড স্পেস’ গেইমের রিমেক সংস্করণও বানিয়েছে কোম্পানিটি। তবে, গেইম দুটি প্রকাশের তারিখ নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।