ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন, বলছে পুলিশ।
Published : 22 Apr 2025, 04:18 PM
সিলেটের ফেঞ্চুগঞ্জে চলন্ত নৌকায় বজ্রপাতে এক মাঝির মৃত্যু ও চার যাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় ফেঞ্চুগঞ্জ বাজারের পিটাইটিকর এলাকার কুশিয়ারা নদীত এ ঘটনা ঘটে বলে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান জানান।
নিহত জিলাল মিয়া (৩৮) উপজেলার বাঘমারা গ্রামের মাছিম মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি মনিরুজ্জামান বলেন, “জিলাল মিয়া উজান গঙ্গাপুর খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার খেয়াঘাটে যাচ্ছিলেন। নৌকা চলন্ত অবস্থায় বজ্রপাতে হলে স্থানীয়রা জিলালকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নৌকায় থাকা আহত চার যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে ওসি মনিরুজ্জামান খান জানান।