নতুন এ উদ্যোগ কোপাইলট চ্যাটবট ও বিং ব্রাউজারের মতো মাইক্রোসফটের এআই প্রচেষ্টাগুলোকে এক ছাদের নিচে নিয়ে আসবে।
Published : 20 Mar 2024, 02:58 PM
গুগলের এআই বিভাগ ডিপমাইন্ডের সহ-প্রতিষ্ঠাতা মুস্তাফা সুলেমানকে দলে ভিড়িয়েছে মাইক্রোসফট, তাদের নতুন তৈরি এআই ইউনিটের নেতৃত্ব দেবেন তিনি। এ ছাড়া, তার নিজের স্টার্ট আপ, ইনফ্লেকসন এআই থেকেও কর্মী নিয়োগ করেছে কোম্পানিটি।
এআই খাতে সার্চ জায়ান্ট গুগলের সঙ্গে বাড়তে থাকা প্রতিযোগিতায় নিজেদের শীর্ষ স্থান ধরে রাখতে মাইক্রোসফট এ পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
সুলেমান ‘মাইক্রোসফট এআই’ নামের নতুন ইউনিটের সিইও হবেন বলে মঙ্গলবার জানিয়েছে কোম্পানিটি। নতুন এ উদ্যোগ কোপাইলট চ্যাটবট ও বিং ব্রাউজারের মতো মাইক্রোসফটের এআই উদ্যোগগুলোকে এক ছাদের নিচে নিয়ে আসবে।
চ্যাটজিপিটি’র নির্মাতা কোম্পানি ওপেনএআইয়ে প্রযুক্তি ব্যবহার করে তৈরি কোপাইলট চ্যাটবট মাইক্রোসফটের এআই থেকে অর্থ উপার্জনের প্রচেষ্টার ‘লিঞ্চপিন’ বা অন্যতম মাধ্যম বলে উঠে এসেছে প্রতিবেদনে।
“নতুন প্রতিভার এ সংযোগ আমাদের গতিকে আবার বাড়াতে পারবে।” – এক পোস্টে বলেছেন মাইক্রোসফট সিইও সাত্যিয়া নাদেলা।
“এ পরিবর্তনের অংশ হিসাবে, মিখাইল পারখিন ও তার পুরো দল, ‘কোপাইলট’, ‘বিং’, ‘মাইক্রোসফট এজ’সহ, মিশা বিলেনকো ও জেনএআইয়ের দল মুস্তাফার কাছে রিপোর্ট করবে।” – যোগ করেন তিনি।
মাইক্রোসফট এআইয়ের সিইও হওয়ার বিষয়টি সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে জানিয়েছেন সুলেমান নিজেও।
I’m excited to announce that today I’m joining @Microsoft as CEO of Microsoft AI. I’ll be leading all consumer AI products and research, including Copilot, Bing and Edge. My friend and longtime collaborator Karén Simonyan will be Chief Scientist, and several of our amazing…
— Mustafa Suleyman (@mustafasuleyman) March 19, 2024
নতুন ঘোষণাটি এমন সময়ে এসেছে যখন ফ্রান্সের ‘মিস্ট্রাল এআই’য়ের মতো বিভিন্ন এআই স্টার্টআপ কোম্পানির সঙ্গে জোট বাঁধছে মাইক্রোসফট। এ ছাড়া, ওপেন এআইয়ের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েও নিয়ন্ত্রকদের নজরে রয়েছে কোম্পানিটি।
নাদেলা মঙ্গলবার আরও বলেছেন ওপেন এআইয়ের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে মাইক্রোসফট ‘প্রতিশ্রুতিবদ্ধ।’
পাশাপাশি, এ ইউনিটে প্রধান বিজ্ঞানী হিসাবে যোগ দেবেন কারেন সিমোনিয়ান। সুলেমান ও মাইক্রোসফটের বোর্ডের সদস্য রিড হফম্যানের সঙ্গে ইনফ্লেকশন এআই সহ-প্রতিষ্ঠা করেন তিনি।
এদিকে, অ্যালফাবেট মালিকানাধীন গুগলও এআই নিয়ে এগোনোর চেষ্টা করছে। সোমবার ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে এসেছে, গুগল নিজেদের জেমিনাই এআই ইঞ্জিন আইফোনে যোগ করার বিষয়ে অ্যাপলের সঙ্গে আলাপ করছে।
এ ছাড়া, গত জুন মাসে ৪০০ কোটি ডলার বাজার মূল্য নিয়ে জেনারেটিভ এআই খাতের অন্যতম বড় নামগুলোর একটি হিসাবে সামনে আসে ইনফ্লেকশন এআই। কেবল মাইক্রোসফট ও এনভিডিয়া থেকেই কোম্পানিটি নগদ অর্থ ও ক্লাউড ক্রেডিট মিলিয়ে পায় ১৩০ কোটি ডলার।
‘পাই’ নামের এআই চ্যাটবট তৈরি করা কোম্পানিটি জানিয়েছে সার্চ ইঞ্জিন মোজিলার গবেষণা ও উন্নয়ন বিষয়ক সাবেক প্রধান শন হোয়াইট তাদের নতুন সিইও হতে যাচ্ছে। পাশাপাশি, কেবল গ্রাহকদের ওপর নজর দেওয়ার পরিবর্তে বাণিজ্যিকভাবে এআই মডেল পরিবেশনের পরিকল্পনাও রয়েছে ইনফ্লেকশন এআইয়ের। এ ছাড়া, মাইক্রসফট অ্যাজিউর-এ কোম্পানিটির নতুন এআই মডেল “ইনফ্লেকশন-২.৫” আসতে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।