ইনস্টাগ্রাম ‘ফটো শেয়ারিংয়ের’, টিকটক ‘স্বল্পদৈর্ঘ্য’ ও ইউটিউব ‘দীর্ঘ’ ভিডিও’র সাইট হিসেবে পরিচিত হলেও তাতে সম্ভবত আমূল পরিবর্তন আসছে।
Published : 31 Aug 2023, 02:17 PM
টিকটক ও ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোকে টক্কর দেওয়ার লক্ষ্যে ‘রিলস’-এ পোস্ট করা ভিডিও’র সর্বোচ্চ দৈর্ঘ্য বাড়াতে পারে ইনস্টাগ্রাম– এমনই দাবি করেছেন সুপরিচিত এক তথ্য ফাঁসকারী।
এখন রিলস-এ ভিডিও ধারণের সর্বোচ্চ সময় তিন মিনিট পর্যন্ত। তবে, মোবাইল ডেভেলপার আলেসান্দ্রো পালুজ্জির প্রকাশ করা স্ক্রিনশট থেকে ইঙ্গিত মিলেছে, এর সময় বাড়িয়ে ১০ মিনিটে নিতে চায় ইনস্টাগ্রাম।
#Instagram is working on the ability to create #Reels up to 10 minutes long ???? pic.twitter.com/jQTUM9fPsM
— Alessandro Paluzzi (@alex193a) August 30, 2023
আর সেটা হলে মেটা মালিকানাধীন সামাজিক মাধ্যম সাইটটিতে ‘বড় এক বদল’ আসবে। আর ইউটিউবের মতো শক্তিশালী ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে রূপান্তরের সম্ভাবনা তৈরি হবে।
এই পদক্ষেপে আরেক প্রতিদ্বন্দ্বী টিকটকের সঙ্গেও লড়াই চালিয়ে যেতে পারবে ইনস্টাগ্রাম। এরইমধ্যে বাইটড্যান্স মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটিতে ১০ মিনিট দীর্ঘ ভিডিও পোস্ট করার সুবিধা রয়েছে।
টিকটক ও ইনস্টাগ্রামের মধ্যে এই ‘নকল করার প্রবণতা’ বেড়েই চলেছে। আর প্ল্যাটফর্মগুলোর মধ্যে ‘অন্যের তৈরি ফিচার চুরির’ ঘটনাও হরহামেশাই ঘটছে, আর সেই ‘অন্যের ভালো’টা গ্রহনের প্রবণতা জাকারবার্গ গং-এর দিকেই অনেক বেশি।
টিকটক ও ইনস্টাগ্রাম ভিডিও’র দৈর্ঘ্য বাড়ানোর পদক্ষেপ নিলেও ইউটিউব হাঁটছে উল্টো পথে। বেশ কিছুদিন ধরেই নিজস্ব প্ল্যাটফর্মে বেশি সংখ্যায় স্বল্পদৈর্ঘ্যের ভিডিও দেখানোর দিকে মনযোগ দিচ্ছে কোম্পানিটি। সম্প্রতি, সাইটের কনটেন্ট নির্মাতাদের জন্য বিভিন্ন নতুন ‘ক্রিয়েটর টুল’ যোগ করার পাশাপাশি ‘টিকটক ধাঁচের মিউজিক ডিসকভারি ফিড’ চালু করেছে ইউটিউব।
ব্যবহারকারীরা এতদিন ইনস্টাগ্রামকে ‘ফটো শেয়ারিংয়ের’, টিকটককে ‘স্বল্পদৈর্ঘ্যের ভিডিও’র’ ও ইউটিউবকে ‘দীর্ঘ ভিডিও’র’ সাইট হিসেবে চিহ্নিত করতে পারলেও তাতে আমূল পরিবর্তন আসছে, যেখানে সম্ভবত প্রত্যেকেই এখন চাইছে ওয়ান স্টপ সার্ভিস দিতে, যার মানে হচ্ছে, সব ধরনের সুবিধাই যেন যার যার প্ল্যাটফর্মে থাকে।
সম্ভাব্য এই পদক্ষেপ নিয়ে মেটার সঙ্গে যোগাযোগ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। কোম্পানি ফাঁস হওয়া ছবিকে আসল বলে নিশ্চিত করলেও তাদের দাবি, এগুলো কেবলই ‘অভ্যন্তরীণ প্রোটোটাইপ’, যা এখনও বাস্তবে পরীক্ষা করা হয়নি।