একসময়ের জনপ্রিয় এই ডিভাইসের আশাতীত বিক্রি একই ডিভাইসে কনসোল এবং হ্যান্ডহোল্ডের জনপ্রিয়তা ধরে রাখায় নিনটেনডোর সাফল্যকেই তুলে ধরছে।
Published : 04 Aug 2023, 05:36 PM
বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ৩৯ লাখ সুইচ কনসোল বিক্রি করেছে নিনটেনডো কর্পোরেশন। জাপানী এই কনসোল নির্মাতা নিজেও এতটা আশা করেনি। আর এর পেছনে রয়েছে এ বছর মুক্তি পাওয়া জেলডা সিরিজের নতুন গেইম।
বছরের দ্বিতীয় প্রান্তিকে কনসোলটির বিক্রি গত বছর একই প্রান্তিকের বিক্রিকে ছাপিয়ে গেছে।
এ বছর মুক্তি পাওয়া কোম্পানিটির “দ্যা সুপার মারিও ব্রাদার্স মুভি” মুক্তি পেয়ে জায়গা করে নেয় আন্তর্জাতিক বক্স অফিসে। একইসঙ্গে ভক্তদের প্রশংসা কুড়িয়েছে গত মে মাসে মুক্তি পাওয়া “দ্যা লিজেন্ড অফ জেলডা: টিয়ার্স অফ দ্যা কিংডম।”
নিনটেনডো বলেছে বছরের প্রথম প্রান্তিকে টিয়ার্স অফ দ্যা কিংডম গেইমটি বিক্রি হয়েছে এক কোটি ৮৫ লাখ। সেইসঙ্গে মেটাক্রিটিক গেইমটির রিভিউ স্কোর দিয়েছে একশোতে ৯৬, যা গেইমটির বাঁধভাঙা জনপ্রিয়তারই প্রকাশ, বলেছে সিএনএন।
“আমার মনে হয় তাদের বর্তমান কনসোলটি থেকে সর্ব্বোচ্চ যতটুকু রস নিঙড়ানো সম্ভব, সেটির পুরোটাই তারা বের করতে এই অর্থ বছরের পুরোটা ব্যবহার করবে। তারপর আগামী বছর নতুন একটি কনসোল নিয়ে উত্তেজনা সৃষ্টি করবে।” বলেছেন কানতান গেইমস কনসালটেন্সির প্রতিষ্ঠাতা সেরকান টোটো।
এই পুরো বছরে দেড় কোটি কনসোল বিক্রির পূর্বাভাস দিয়েছে কিয়োটোভিত্তিক গেইমিং কোম্পানিটি। বিগত অর্থ বছরে এক কোটি ৭৯ লাখ সুইচ বিক্রি করেছে কোম্পানিটি।
এতদিন পরেও একসময়ের জনপ্রিয় এই ডিভাইসের আশাতীত বিক্রিতে একই ডিভাইসে কনসোল এবং হ্যান্ডহোল্ডের জনপ্রিয়তা ধরে রাখায় নিনটেনডোর সাফল্যকেই ইঙ্গিত করছে।