সামাজিক প্ল্যাটফর্মটির কনটেন্ট মডারেশন ব্যবস্থার উন্নতি ও নির্বাচন সংশ্লিষ্ট ভুল তথ্যের মাত্রা কমিয়ে আনার মতো বিষয়গুলোর তদারকি করতেন তিনি।
Published : 03 May 2023, 06:25 PM
মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার খড়্গ ঝুলছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের ওপর। এরই মধ্যে কোন বিকল্প না রেখেই পদ ছাড়ছেন কোম্পানির যুক্তরাষ্ট্র অংশের ‘ট্রাস্ট অ্যান্ড সেইফটি’ প্রধান এরিক হান।
টিকটকে হান নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদির দেখভাল করছিলেন। তিনি ১২ মে কোম্পানি ছাড়বেন বলে মঙ্গলবার জানিয়েছে চীনা অ্যাপটি।
প্রযুক্তি কোম্পানি বাইটড্যান্স মালিকানাধীন টিকটকের মাধ্যমে চীনের সরকার ব্যবহারকারীর ডেটায় প্রবেশ করতে পারে বা তাদের কনটেন্ট দেখার ব্যবস্থা প্রভাবিত করতে পারে, এমন শঙ্কায় এরইমধ্যে কানাডা ও অস্ট্রেলিয়া’সহ বেশ কিছু দেশের সরকারী ফোনে ভিডিও শেয়ারিং অ্যাপটি নিষিদ্ধ হয়েছে। পাশাপাশি, গোটা যুক্তরাষ্ট্রে অ্যাপটিতে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন বেশ কয়েকজন মার্কিন আইন প্রণেতা।
দীর্ঘ সময় ধরেই টিকটক দাবি করে আসছে, তারা কখনও চীনা সরকারের সঙ্গে ডেটা শেয়ার করেনি। আর এমনটি ঘটলেও তারা এতে সায় দেবে না।
সামাজিক প্ল্যাটফর্মটির কনটেন্ট মডারেশন ব্যবস্থা উন্নত করা ও নির্বাচন সংশ্লিষ্ট ভুল তথ্যের মাত্রা কমিয়ে আনার মতো কার্যক্রমগুলো তদারকির দায়িত্ব পালন করতেন ২০১৯ সাল থেকে টিকটকের সঙ্গে থাকা হান।
কোম্পানির ‘ইউএস ডেটা সিকিউরিটি (ইউএসডিএস)’ বিভাগের ‘ট্রাস্ট অ্যান্ড সেইফটি’ অংশও পরিচালনা করতেন তিনি। এ বিভাগটি মার্কিন ডেটা সংরক্ষণ ও দেশটির নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ কমানোর লক্ষ্যে তৈরি হয়েছে। এ কাজে টিকটক মার্কিন ক্লাউড কোম্পানি ওরাকল নিয়ন্ত্রিত সার্ভার ব্যবহার করে।
বৃহস্পতিবার নিউ ইয়র্কে বিজ্ঞাপনদাতাদের একটি প্রেজেন্টেশন দেখানোর প্রস্তুতি নিচ্ছে টিকটক। এর মধ্যেই তার আসন্ন প্রস্থানের খবরটি এলো বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।