এর আগে সাংহাইতে নিজেদের ‘গিগাফ্যাক্টরি’ স্থাপন করেছিল মার্কিন ইভি কোম্পানিটি, যেটির বার্ষিক উৎপাদন সক্ষমতা ১১ লাখ ইউনিট।
Published : 23 Dec 2023, 02:47 PM
চীনের সাংহাই শহরে নতুন ‘মেগাপ্যাক’ ব্যাটারি কারখানা তৈরির জন্য জমি কিনেছে টেসলা।
শুক্রবার এক জমকালো আয়োজনের মাধ্যমে ইলন মাস্কের ইভি কোম্পানি এ ঘোষণা দেয়। আয়োজনের বিস্তারিত উঠে এসেছে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে।
প্রকল্পটির সহায়তায় বার্ষিক ১০ হাজার মেগাপ্যাক পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা যাবে বলে প্রতিবেদনে লিখেছে শিনহুয়া নিউজ এজেন্সি।
এ প্রসঙ্গে রয়টার্স টেসলার মন্তব্য জানতে চাইলে কোম্পানিটি সাড়া দেয়নি।
শিনহুয়ার প্রতিবেদন আরও বলছে, নতুন এ কারখানার নির্মাণকাজ শুরু হবে ২০২৪ সালের প্রথম প্রান্তিকে। আর উৎপাদন শুরু হবে চতুর্থ প্রান্তিকের মধ্যে। এর থেকে ইঙ্গিত মেলে, প্রকল্পটির কাজ সম্ভবত প্রত্যাশিত সময়ের চেয়ে ধীরগতিতে চলছে।
এপ্রিলে টেসলা বলেছিল, প্রকল্পটির নির্মাণকাজ শুরু হবে এ বছরের তৃতীয় প্রান্তিক থেকে। আর এতে ব্যাটারি উৎপাদন শুরু হবে ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে।
এর আগে সাংহাইতে নিজেদের ‘গিগাফ্যাক্টরি’ স্থাপন করেছিল মার্কিন ইভি কোম্পানিটি, যেটির বার্ষিক উৎপাদন সক্ষমতা ১১ লাখ ইউনিট।
সাংহাইতে ইভি উৎপাদনের সক্ষমতা বাড়ানোর জন্য এখনও সে দেশের নিয়ন্ত্রকদের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়া বাকি টেসলার।