‘লন্ডন টেক উইক’ আয়োজনের শুরুতে সুনাকের সম্ভাব্য অগ্রিম বক্তব্য প্রকাশ করেছে তার দপ্তর। এতে সুনাকের বক্তব্য, “প্রযুক্তির টেকটোনিক প্লেট সরছে।”
Published : 12 Jun 2023, 05:26 PM
‘প্রযুক্তি রাজধানী’ হিসেবে নিজস্ব অবস্থান ধরে রাখতে যুক্তরাজ্যকে দ্রুতই পদক্ষেপ নিতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন ‘চ্যালেঞ্জ মোকাবেলা ও সুযোগ নেওয়ার’ অনুরোধ জানিয়ে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রধানদের এমনই বার্তা পৌছাতে চান দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
‘লন্ডন টেক উইক’ আয়োজনের শুরুতে সুনাকের সম্ভাব্য অগ্রিম বক্তব্য প্রকাশ করেছে তার দপ্তর। এতে সুনাকের বক্তব্য, “প্রযুক্তির টেকটোনিক প্লেট সরছে।”
“বিশ্বের অন্যতম প্রযুক্তি রাজধানী হিসেবে অবস্থান ধরে রাখতে আমাদের অবশ্যই এবং দ্রুত পদক্ষেপ নিতে হবে। তবে, এর চেয়েও এক ধাপ এগোতে বিভিন্ন প্রযুক্তি ব্যবসার শুরু,বৃদ্ধি ও বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাজ্যকে বিশ্বের সেরা দেশ হিসেবে গড়ে তুলতে চাই।” – উল্লেখ রয়েছে দপ্তর থেকে প্রকাশিত সুনাকের বক্তব্যে।
“এটা আমার লক্ষ্য। আর আমরা যেন এই সুযোগ হাতছাড়া না করি, সেটা জরুরীভাবে নিশ্চিত করা নিজ দায়িত্ব বলে মনে করি।”
রয়টার্স বলছে, বিশ্বের বিভিন্ন দেশ এখন এমন একটি ভারসাম্য খোঁজার চেষ্টা করছে, যেটির মাধ্যমে উদ্ভাবনকে দমিয়ে না রেখে এআই’র সম্ভাব্য ‘নেতিবাচক ফলাফলের মূল্যায়ন করে এর লাগাম টেনে ধরা যায়’।
মার্চে এআইয়ের জন্য নিবেদিত নতুন সংস্থা তৈরির বদলে মানবাধিকার, স্বাস্থ্য ও সুরক্ষা এবং প্রতিযোগিতাসহ বিভিন্ন বিষয় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্য।
সুনাক আরও বলবেন, অর্থনৈতিক বৃদ্ধি ও সরকারের ব্যবসায়িক কার্যক্রমে এআই’র মতো রূপান্তরকারী প্রযুক্তির সুযোগ নিতে প্রযুক্তি খাত তার মূল অগ্রাধিকার। অনেকেই একে ‘ইন্টারনেট যুগের শুরুর’ সঙ্গে তুলনা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
গত সপ্তাহে ওয়াশিংটন সফরে সুনাক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সুরক্ষা নিয়ে যুক্তরাজ্য একটি বৈশ্বিক সম্মেলন আয়োজন করবে,যেখানে এআই’র সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক সম্মিলিত কার্যক্রম নিয়েও আলোচনা করা যেতে পারে।
“এর অপার সম্ভাবনা আছে। তবে, আমাদের অবশ্যই সুরক্ষিত উপায়ে কাজ করতে হবে।” --সোমবার বলবেন তিনি।
“যুক্তরাজ্যকে কেবল মেধা নয়, বরং বৈশ্বিক এআই সুরক্ষা ব্যবস্থারও ‘ভৌগলিক আতুরঘর’ বানাতে চাই।”