লেনদেনকারীদের যোগ্যতা যাচাইয়ে নিরাপত্তায় কড়াকড়ি বাড়াতে হবে ব্রোকারেজ কোম্পানিগুলোকে সেইসঙ্গে ব্যবসা সংক্রান্ত ডেটা শেয়ার করতে হবে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে।
Published : 30 Aug 2023, 06:48 PM
আর্থিকসেবায় ডেটা নিরাপত্তা নিশ্চিত করতে নতুন আইন জারি করেছে চীন। চীনের ২১ লাখ কোটি ডলারের ব্রোকারেজ সেক্টরে তথ্য বিভ্রাটে এ বছরই দুই দিনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। সে ঘটনার পাঁচ মাস পর এই পদক্ষেপ নিল দেশটি।
ডেটা এবং ঝুঁকি ব্যবস্থাপনার উন্নতি, সেইসঙ্গে ডেটা সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্রোকারদের তাগিদ দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক, ফোরেক্স এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসহ পাঁচটি আর্থিক পর্যবেক্ষক সংস্থা।
আর্থিকসেবা দেওয়ার সময় তথ্য আদানপ্রদান করতে গিয়ে ব্রোকারেজ কোম্পানিগুলো “জাতীয় নিরাপত্তা, আর্থিক সুরক্ষা এবং জনস্বার্থকে হুমকির মধ্যে ফেলতে পারবে না।” – এক যৌথ বিবৃতিতে বলেছে নিয়ন্ত্রক সংস্থাগুলো।
এ বিবৃতিতে ৭০টি আর্থিক তথ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকা রয়েছে, যাদের সঙ্গে সমন্বয়ের অনুমতি দেওয়া হয়েছে ব্রোকারেজ কোম্পানিগুলোকে। তাদের মধ্যে রয়েছে চায়না ফরেন এক্সচেঞ্জ ট্রেড সিস্টেম, সাংহাই স্টক এক্সচেঞ্জ, উইন্ড ইনফরমেশন কোম্পানি লিমিটেড, রিফাইনিটিভ ইনফরমেশন সার্ভিসেস (চীন) এবং ব্লুমবার্গ এলপি।
ডেটা নিরাপত্তার আশংকা জানিয়ে চীন সরকার মার্চে ব্রোকারেজ কোম্পানিগুলোর তথ্য আদান-প্রদানের সুবিধা বন্ধ করে দেয়, এতে অনেক লেনদেনকারী তাৎক্ষণিকভাবে রিয়েল-টাইম ডেটা না পাওয়ায় দেশটির বন্ডের বাজারে নেমে আসে বড় ধরনের পতন। চীন পুনরায় কাজের অনুমতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিগত বছরগুলোতে ডেটা নিরাপত্তায় সতর্কতা বেড়ে গেলে, কোম্পানিগুলোর জন্য নতুন নতুন আইন এবং মানদণ্ড জারি করে চীন সরকার।
চীনের ব্রোকারেজ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে যৌথ মালিকানাধীন টুলেট প্রিবন, এনইএক্স ইন্টারন্যাশনাল লিমিটেড, বিজিসি পার্টনার্স, সেন্ট্রাল তানশি এবং কম্পাগনি ফাইনান্সিয়ের ট্র্যাডিশন।
এরকম কোম্পানিগুলো লেনদেনের অনুমতি পাওয়ার পর মুল্য তালিকা বাজারে প্রকাশ করতে পারবে, তবে অবশ্যই গ্রাহকের প্রাইভেসি সুরক্ষিত করতে হবে, বলেছে চীন সরকার।
নতুন আইন বলছে, লেনদেনকারীদের যোগ্যতা যাচাইয়ে নিরাপত্তায় কড়াকড়ি বাড়াতে হবে মধ্যস্থতাকারী কোম্পানিগুলোকে সেই সঙ্গে ব্যবসা সংক্রান্ত ডেটা শেয়ার করতে হবে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে।
অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সঙ্গে চীনের অর্থনৈতিক নিয়ন্ত্রণ জাতীয় প্রশাসন এবং সাইবার স্পেইস প্রশাসনও এই নতুন আইন প্রকাশ করেছে বলে জানিয়েছে রয়টার্স।