নিজের বিরুদ্ধে কথা বলা বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব ও সেলিব্রিটিদের সমালোচনা করতে মাস্ককে কখনওই পিছপা হতে দেখা যায়নি।
Published : 04 Jan 2024, 10:08 AM
নতুন বছর চলে এলেও গত বছরের শেষে ব্রিটিশ কমেডিয়ান জন অলিভারের শো’তে দেখানো ‘রোস্টিং পর্ব’ এখনও ভুলতে পারেননি ইলন মাস্ক।
“অলিভারের মতো প্রথিতযশা উপস্থাপকের কাছ থেকে এমন দুর্বল কনটেন্ট দেখা সত্যিই দুঃখজনক।” – মঙ্গলবার এক্স-এ লেখেন মাস্ক।
“সাম্প্রতিক দিনগুলোয় নিজের আত্মাকে ‘য়োক মুভমেন্টের’ কাছে বিক্রি করার পর থেকেই সে নিরস হয়ে গিয়েছে, যা আসলেই সত্য নয়। আর ভালোমানের হিউমার বা হাস্যরস সত্যিকারের ঘটনা প্রকাশ করে।”
গেল ১৮ ডিসেম্বর নিজের এইচবিও শো ‘লাস্ট উইক টুনাইট’-এ মাস্ককে নিয়ে একটি পর্ব প্রকাশ করেছিলেন অলিভার। এর শিরোনাম ছিল ‘ইলন মাস্ক’, যেখানে মাস্কের দুই কোম্পানি টেসলা ও এক্স-এ চলমান নাটকীয়তা নিয়ে হাস্যরস করতে দেখা যায় এ ব্রিটিশ কমেডিয়ান ও উপস্থাপককে।
এবারই প্রথম মাস্ক অলিভারের বিদ্রুপের জবাব দিলেন, বিষয়টি এমন নয়। গত মাসেও তিনি বলেছেন, কমেডিয়ান হিসেবে নিজের সেরা সময় পেছনে ফেলে এসেছেন অলিভার।
“কয়েক বছর আগে অলিভার ভালই ছিল। তবে, নিজের আত্মাকে ‘য়োক মুভমেন্টের’ কাছে বিক্রি করার পর থেকেই সে নিরস হয়ে গিয়েছে। কারণ, সেখানে ব্যঙ্গাত্মক কিছু বলাও অবৈধ।” – ১৯ ডিসেম্বর এক্স-এ লেখেন মাস্ক।
এ প্রসঙ্গে সংবাদ সাইট বিজনেস ইনসাইডার মাস্ক ও অলিভারের প্রতিনিধিদের মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিক সাড়া মেলেনি।
নিজের বিরুদ্ধে কথা বলা বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব ও সেলিব্রিটিদের সমালোচনা করতে মাস্ককে কখনওই পিছপা হতে দেখা যায়নি।
ইহুদি বিদ্বেষী কনটেন্ট রাখার দায়ে এক্স থেকে নিজস্ব কোম্পানির বিজ্ঞাপন সরিয়ে নেওয়ায় এর আগে মার্কিন অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব প্যারিস হিলটনকেও বিদ্রুপ করেছেন মার্কিন এ ধনকুবের।
“সত্যি বললে, তাদের বিজ্ঞাপনী প্রচারণা আশাব্যাঞ্জক ছিল না।” --ডিসেম্বরে হিলটনের রান্না সামগ্রীর বিজ্ঞাপনের দিকে ইঙ্গিত দিয়ে লিখেছিলেন মাস্ক।
“আমার মনে হয় না, প্যারিসের রান্নার ওপর তেমন হাত যশ আছে।”