গবেষকরা বলছেন, হেলমেটটি প্রসারিত হতে পারার পাশাপাশি নিজের আসল আকারে ফিরে যেতে পারে, যা দুর্ঘটনা ঠেকানোর জন্য উপযোগী।
Published : 01 Apr 2025, 11:03 AM
একটি নতুন ধরনের সাইকেল হেলমেট তৈরি করেছে সুইডেনের ‘ইউনিভার্সিটি অফ গোথেনবার্গ’ ও ইরানের ‘ইউনিভার্সিটি অফ ইস্পাহান’-এর গবেষকদের একটি দল। তাদের দাবি, সাইকেল আরোহীদের জন্য আরও ভাল নিরাপত্তা দেবে এই হেলমেট।
এ নতুন নকশা তৈরিতে আকস্মিক আঘাত সামলে নেওয়ার মতো উপাদানে বিশেষ এক জ্যামিতিক আকার ব্যবহার করেছেন গবেষকরা, যা দুর্ঘটনার সময় মাথাকে আরও কার্যকরভাবে রক্ষা করতে সাহায্য করে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ।
বেশিরভাগ ক্ষেত্রেই প্রচলিত বিভিন্ন হেলমেট দুর্ঘটনার প্রভাব ঠেকাতে পারে না। খানিকটা সাহায্য করলেও মাথা পুরোপুরি সুরক্ষিত রাখার ক্ষেত্রে এসব হেলমেটের সীমাবদ্ধতা রয়েছে।
বিশেষ এক ধরনের উপাদান দিয়ে বানানো ‘অক্সেটিক মেটাস্ট্রাকচার’ কাঠামো ব্যবহার করে নতুন হেলমেটের নকশাটি করেছেন গবেষকরা, যা প্রচলিত হেলমেটের এ সীমাবদ্ধতা দূর করেছে।
হেলমেটের এ কাঠামোটিতে আঘাত লাগলে তা ভিন্নভাবে আচরণ করে– অন্যান্য পদার্থের মতো এটি বাইরের দিকে প্রসারিত হওয়ার বদলে ভেতরের দিকে সংকুচিত হয়। এ অনন্য বিষয়টি দুর্ঘটনা থেকে মাথাকে ঠেকাতে সহায়তা করে, যার ফলে মাথায় আঘাত লাগার ঝুঁকি কমে যায়।
‘ইউনিভার্সিটি অফ গোথেনবার্গ’-এর গবেষক ড. মোহসেন মিরখালাফ বলেছেন, এ কাঠামোটির গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর আকৃতি।
দুর্ঘটনার আঘাত ঠেকানোর সেরা উপায় খুঁজে পেতে কম্পিউটার সিমুলেশন ও অপটিমাইজেশন কৌশল ব্যবহার করেছে গবেষণা দলটি।
সেরা নকশাটি খুঁজে পাওয়ার পর থ্রিডি প্রিন্টারের সাহায্যে ‘হাইপারইলাস্টিক পলিমার’ নামে পরিচিত এক নমনীয় প্লাস্টিক উপাদান ব্যবহার করে পরীক্ষামূলকভাবে হেলমেটটি তৈরি করেছেন গবেষকরা।
তারা বলছেন, এ উপাদানটি প্রসারিত হতে পারার পাশাপাশি নিজের আসল আকারে ফিরে যেতে পারে, যা দুর্ঘটনা ঠেকানোর জন্য উপযোগী।
পরীক্ষায় দেখা গেছে, নতুন হেলমেটটি সাধারণ হেলমেটের চেয়ে মাথা রক্ষা করার ক্ষেত্রে আরও ভাল কাজ করে, বিশেষ করে নানা ধরনের আঘাতের বেলায়।
গবেষণাটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এসব হেলমেটকে মানুষের মাথার আকৃতির সঙ্গে মানানসই করে তৈরি করা যেতে পারে।
থ্রিডি প্রিন্টিং ব্যবহার করে, প্রতিটি হেলমেট কাস্টমাইজ করে তৈরি করা যেতে পারে, যা কেবল আরও ভাল সুরক্ষায় নয়, বরং আরামদায়কও হবে। বিশেষ করে ক্রীড়াবিদ বা এমন মানুষদের জন্য, যারা ভালোভাবে মাথায় বসবে করে এমন হেলমেট খুঁজছেন।
গবেষকরা বলছেন, থ্রিডি প্রিন্টিং হেলমেট তৈরির ব্যয় প্রচলিত হেলমেটের চেয়ে বেশি হলেও প্রযুক্তিটির প্রচলন বাড়ার সঙ্গে সঙ্গে এর ব্যয় কমে আসবে।
গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘সায়েন্সডাইরেক্ট’-এ।
এ গবেষণাটি কেবল সাইকেল চালকদের জন্যই নয়, বরং খেলাধুলা ও নির্মাণের মতো অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের জন্য আরও আধুনিক ও নিরাপদ হেলমেট তৈরিতে সহায়ক হতে পারে এটি, যেখানে নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ।