পরস্পরকে ছুড়ে দেওয়া এই চ্যালেঞ্জ ইতোমধ্যেই হয়েছে ভাইরাল, কে জিততে পারে তা নিয়ে বিতর্কে সরগরম সামাজিক মাধ্যম। অন্যদিকে এই মল্লযুদ্ধকে উপহাস করেও মিম শেয়ার করেছেন অনেকেই।
Published : 22 Jun 2023, 08:14 PM
একটি আবদ্ধ খাঁচায় একে অন্যের সঙ্গে ‘ফাইটে’র ঘোষণা দিয়েছেন দুই বিলিওনেয়ার ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গ।
মাস্ক তার মালিকানাধীন সামাজিক মাধ্যম টুইটারে লিখেছেন জাকারবার্গের সঙ্গে “লোহার খাঁচায় লড়তে” চান তিনি।
“লোকশন পাঠাও।” মাস্কের টুইট বার্তার স্ক্রিনশটের সঙ্গে লেখেন মেটার সিইও মার্ক জাকারবার্গ।
জাকারবার্গের জবাবে মাস্ক লেখেন “ভেগাস অক্টাগন”।
অষ্টভুজ আকৃতির লোহার খাঁচাটি নেভাডার লাস ভেগাসে অবস্থিত যেখানে আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রতিযোগিতা আয়োজিত হয়।
আর এ নিয়ে বিবিসিকে মেটার একজন মুখপাত্র বলেছেন, “এতে আর নতুন করে বলার কিছু নেই।”
এই মাসে ৫২ বছর পূর্ণ হওয়া মাস্ক টুইটে আরও লিখেন “একটি কৌশল আমি ভাল পারি, ‘দ্যা ওয়ালরাস’ (সিন্ধুঘোটকের মত) আমি প্রতিপক্ষকে চেপে পড়ে থাকি, আর কিচ্ছু করি না।”
অন্য একটি টুইটে তিনি লেখেন “আমি কখনোই ব্যায়াম করি না, শুধু মাঝেমাঝে আমার বাচ্চাদের ওপরের দিকে ছুড়ে মারি।”
অন্যদিকে ৩৯ বছরের জাকারবার্গ মিক্সড মার্শাল আর্টে ট্রেইনিং নিয়েছেন এবং সম্প্রতি জিতেছেন জুজুৎসু প্রতিযোগিতায়ও।
বিবিসি বলেছে তারা টুইটারের সঙ্গে যোগাযোগ করলে টুইটার কোনো মন্তব্য করেনি।
পরস্পরকে ছুড়ে দেওয়া এই চ্যালেঞ্জ ইতোমধ্যেই হয়েছে ভাইরাল, কে জিততে পারে তা নিয়ে বিতর্কে সরগরম সামাজিক মাধ্যম। অন্যদিকে এই মল্লযুদ্ধকে উপহাস করেও মিম শেয়ার করেছেন অনেকেই।
টুইটারের সঙ্গে প্রতিযোগিতায় নামতে এ মাসের শুরুতে টেক্সটভিত্তিক একটি নতুন সামাজিক নেটওয়ার্কের পরিকল্পনা করে তার জন্য প্রয়োজনীয় কর্মী তালিকা তৈরি করে মেটা –একটি সূত্রের বরাত দিয়ে বলেছে বিবিসি।
নতুন এই অ্যাপটিতে ব্যবহারকারীরা তাদের ইনস্টাগ্রাম ফলোয়ারদেরকে ফলোয়ার হিসাবে পাবেন। এর মাধ্যমে মাস্টওডনের মতো বিকেন্দ্রীভূত প্ল্যাটফর্ম থেকে গ্রাহক আকৃষ্ট করতে পারবে মেটা –বিবিসিকে বলেছেন কোম্পানিটির একজন মুখপাত্র।
ব্লুস্কাই কিংবা মাস্টওডনের চাইতেও ইলন মাস্কের টুইটারের জন্য বড় প্রতিদ্বন্দ্বী হয়ে আসবে পি৯২ নামে নির্মীয়মান টেক্সটভিত্তিক এই নেটওয়ার্কটি - এমন ধারণা রয়েছে বাজারে।