এর ফলে যেসব গ্রাহক প্রি-অর্ডার করে ফেলেছেন তাদেরকে ওই দামেই গেইম বিক্রি করার ঘোষণা দিয়েছে গেইমটির প্রকাশক।
Published : 20 Aug 2022, 01:58 PM
শূন্য আর দশমিকের উদ্ভাবন যে দেশে, সেই ভারতেই গেইমের মূল্যে দশমিক নিয়ে এক এপিক বিভ্রাট ঘটেছে গেইমটির প্রকাশক এপিক গেইমসের স্টোরে!
ভারতের ‘এপিক গেইমস’ স্টোরে ‘ফিফা ২৩ আল্টিমেট’ সংস্করণে গেইমের দাম ৪,৮০০ (চার হাজার আটশ) রুপির বদলে ভুল করে চার দশমিক আট শূন্য রুপি নির্ধারণ করে বসে নির্মাতা ইলেকট্রনিক আর্টস।
এই ভুলের ফলে ইলেকট্রনিক আর্টস ‘নিজ পোস্টে নিজেই গোল দিয়েছে’ সংবাদে বলে উল্লেখ করেছে বিবিসি।
এর ফলে যেসব গ্রাহক প্রি-অর্ডার করে ফেলেছেন তাদেরকে ওই দামেই গেইম বিক্রি করার ঘোষণা দিয়েছে গেইমটির প্রকাশক।
ইএ স্পোর্টসের ‘বেস্টসেলিং ফুটবল সিরিজের’ সর্বশেষ গেইম হবে ফিফা ২৩।
এই বছরের শুরুতে ‘ইএ’র স্পোর্টস ডিভিশন ঘোষণা দিয়েছিল, তারা ‘ফিফা’ ব্র্যান্ডের গেইম তৈরি বন্ধ করবে। এর পর নতুন গেইম তৈরি করলেও ২০২৩ সাল থেকে নাম হবে ‘ইএ স্পোর্টস এফসি’।
মে মাসের এ ঘোষণায় ২৯ বছর পুরনো সম্পর্কের ইতি টেনেছে ‘ইএ’ ও ‘ফিফা’, যেখানে লাইসেন্সিং খরচকে এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছে গেইমটির প্রকাশক ‘ইএ’। এ ছাড়া, নিজস্ব গেইম প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছে ফিফা।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ‘ইএ’র জন্য এই সমাপ্তি, সেইসঙ্গে সর্বশেষ সংস্করণে বিভিন্ন নারী দলের আগমন আসন্ন গেইমটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি করেছে গ্রাহক মহলে।
দশমিকে গণ্ডগোল
গত মাসে ‘ডেসিমেল পয়েন্ট এরর’ নামে পরিচিত এই ত্রুটি নজরে আসার পর থেকে গেইমটি প্রি-অর্ডার করতে ভিড় জমিয়েছেন আগ্রহী ক্রেতারা, যেখানে অনলাইনে গেইমটি কেনা যাচ্ছিল কার্যত ৯৯ দশমিক নয় আট শতাংশ মূল্যছাড়ে।
‘ফিফা আল্টিমেট’ সংস্করণ সাধারণত গেইমটির গতানুগতিক সংস্করণের চেয়ে কিছুটা ব্যয়বহুল হয় কারণ এতে বাড়তি কিছু সুবিধা আছে যেমন ‘লিমিটেড’ সংস্করণে তুলনামূলক বেশি খেলোয়াড়ের বাণিজ্যযোগ্য সামগ্রী অর্জন, বাড়তি ‘ফিফা পয়েন্টস’ ও আনুষ্ঠানিক উন্মোচনের আগেই প্রবেশাধিকার।
ভারতে গেইমটির ২০২৩ সালের ‘আল্টিমেট’ সংস্করণের দাম চার হাজার আটশ রুপি এবং ‘স্ট্যান্ডার্ড’ সংস্করণের দাম তিন হাজার পাঁচশ ৯৯ রুপি নির্ধারিত হয়েছিল।
এই মূল্য ত্রুটির খবর দ্রুতই ছড়িয়ে পড়ে অনলাইনে। পরপরই বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে ভক্তরা বিশ্বব্যাপী জানতে পারেন, ‘এপিক গেইমস ইন্ডিয়া’-তে কেবল শুন্য দশমিক শূন্য ছয় ডলারে কেনা যাবে গেইমটি। এরইমধ্যে গেইমটি কেনার খবর টুইটারে পোস্ট করছেন বেশ কয়েকজন ভক্ত।
Bought fifa 23 ultimate edition in 5 Indian rupees ????????❤️ pic.twitter.com/1uP4s1rO5W
— Harsh (@MelloHarsh) July 20, 2022
গেইমের মূল্য সংশ্লিষ্ট এই ত্রুটির সমাধান করেছে নির্মাতা। এর পরপরই কম দামে গেইম কেনা অনেক গ্রাহকই আশংকা করছেন যে তাদের কেনা গেইম হয়তো বাতিল বা মূল্য ফেরত দেবে নির্মাতা।
তবে, এ সপ্তাহেই ‘কম দামে গেইম কেনা’ গ্রাহকদের একটি ই-মেইল পাঠিয়েছে ‘ইএ স্পোর্টস’ ও ‘এপিক গেইমস’। জানিয়েছে, গ্রাহকের সম্মানে ওই দামেই গেইম পাবেন তারা।
“ভুল আমাদেরই” -- বলেছে ইএ স্পোর্টসের ‘ফিফা টিম’।
‘ইএ’ ফ্রাঞ্চাইজের সবচেয়ে ব্যবসা সফল সংস্করণ ছিল ‘ফিফা ২২’। গেইমটির আনুষ্ঠানিক উন্মোচনের কিছু সময় পর ‘ইএ’ জানায়, গেইমটিতে ৯১ লাখ গেইমার এসেছে ও প্রথম সপ্তাহে ম্যাচ সংখ্যা প্রায় ৪৬ কোটি।