এর আগে লেডি গাগা, আরিয়ানা গ্রান্দে, এমিনেমকেও দেখা গেছে গেইমটিতে।
Published : 23 Apr 2024, 05:35 PM
অবশেষে অনলাইন গেইম ফোর্টনাইটের ভিলেন হিসেবে আত্মপ্রকাশ করছেন ‘ওশান আইজ’ খ্যাত মার্কিন গায়িকা বিলি আইলিশ।
প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ২৩ এপ্রিল থেকে গেইমটির ‘প্লেএবল’ চরিত্র হিসেবে দেখা যাবে আইলিশকে, যেখানে তাকে একটি ‘ভিক্টরি ক্রাউন’ও পরতে দেখা যেতে পারে।
এখনও এ বিষয়ে তেমন বিস্তারিত তথ্য প্রকাশ না পেলেও মার্কিন এ গায়িকাকে দেখা যাবে ফোর্টনাইটের পরবর্তী সিজন ‘ফোর্টনাইট ফেস্টিভাল’-এ। রক ব্যান্ড ধাঁচের এই গেইমিং অভিজ্ঞতাটি উন্মোচিত হয়েছিল গত বছর।
এর মানে দাঁড়ায়, এ মোডে আইলিশের বিভিন্ন গান শোনার সুযোগ মিলতে পারে গেইমারদের। এ ছাড়া, গেইমের মধ্যে থাকা শপেও তার নিয়ন সবুজ ত্বকওয়ালা চরিত্রটি দেখা যাবে।
তবে, আইলিশই ফোর্টনাইট গেইমে ফিচার হওয়া প্রথম শীর্ষ তারকা, বিষয়টি এমন নয়। এর আগে লেডি গাগা, আরিয়ানা গ্রান্ডে, এমিনেমকেও দেখা গেছে গেইমটিতে। এ ছাড়া, ক্যালিফোর্নিয়ায় আয়োজিত বার্ষিক মিউজিক ফেস্টিভাল ‘কোচেলা’র সঙ্গেও জোট বেঁধেছে গেইমটির নির্মাতারা।
Fortnite Festival Main Stage: 4.23.24 pic.twitter.com/dxaQBsqD4A
— billie eilish (@billieeilish) April 22, 2024
এ মুহুর্তে গ্রিক পুরাণের আলোকে তৈরি একটি সিজনের মাঝামাঝি পর্যায়ে আছে ফোর্টনাইট, যা শুরু হয়েছে মার্চে। এ ছাড়া, নেটফ্লিক্সের অ্যানিমেশন সিরিজ ‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার’-এর সঙ্গেও ক্রসওভার দেখা গেছে এতে।