মাস্কের জরিপে ভোট পড়েছে এক কোটি ৩০ লাখের বেশি; মাস্কের সরে দাঁড়ানোর পক্ষে ভোট দিয়েছেন ৫৬ শতাংশের বেশি অংশগ্রহণকারী।
Published : 19 Dec 2022, 12:18 PM
টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াবেন কি না – মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে এবার সে প্রশ্ন তুলেছেন চিফ টুইট ইলন মাস্ক।
আর মাস্ক যদি নতুন টুইটার জরিপের ফলাফল মেনে সিদ্ধান্ত নেন, তবে সম্ভবত খুব শিগগিরই কোম্পানির কাণ্ডারীর পদ ছাড়তে যাচ্ছেন তিনি।
এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মাস্কের জরিপে ভোট পড়েছে এক কোটি ৩০ লাখের বেশি; মাস্কের সরে দাঁড়ানোর পক্ষে ভোট দিয়েছেন ৫৬ শতাংশের বেশি অংশগ্রহণকারী।
Should I step down as head of Twitter? I will abide by the results of this poll.
— Elon Musk (@elonmusk) December 18, 2022
সোমবার গ্রিনউইচ মান সময় ১১টা ২০ মিনিটে জরিপের সময় শেষ হবে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। জরিপের ফলাফল তাকে টুইটার প্রধানের পদ ছাড়তে বললে সেক্ষেত্রে কী করবেন– তার বিস্তারিত জানাননি টুইটারের মালিক।
তবে, টুইটারের সম্ভাব্য নতুন প্রধান নির্বাহী নিয়ে এক ফলোয়ারের প্রশ্নের উত্তরে মাস্ক বলেছেন, “এখনও কোনো উত্তরসূরী নির্বাচিত নেই।”
গত মাসেও যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের আদালতে মাস্ক বলেছিলেন, ধীরে ধীরে টুইটারে সময় দেওয়া কমিয়ে দেবেন তিনি এবং এক পর্যায়ে কোম্পানির নেতৃত্ব দেওয়ার জন্য নতুন কাউকে খুঁজে নেবেন।
রয়টার্স জানিয়েছে, রোববারের নীতিমালা পরিবর্তনের জেরে কঠোর সমালোচনার শুরু হওয়ার পর চিফ টুইট হিসেবে নিজের ভবিষ্যৎ নির্ধারণী জরিপটি চালু করেছেন মাস্ক।
রোববারে নিজস্ব প্ল্যাটফর্মে প্রতিদ্বন্দ্বী সামাজিক মাধ্যমের প্রচারণা চালায় এমন অ্যাকাউন্ট এবং প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মের লিংক বা ইউজারনেইম আছে এমন কনটেন্ট নিষিদ্ধ করেছিল মাস্কের টুইটার।
নতুন জরিপ চালু করার কয়েক মিনিট আগেই নীতিমালা পরিবর্তন নিয়ে ক্ষমা চেয়ে মাস্ক টুইট করেন, “আগামী থেকে নীতিমালায় বড় পরিবর্তনের আগে ভোট নেওয়া হবে। আমি ক্ষমা চাইছি, আর এমন হবে না।”
Going forward, there will be a vote for major policy changes. My apologies. Won’t happen again.
— Elon Musk (@elonmusk) December 18, 2022
এর কয়েক ঘণ্টা পরেই কোম্পানির মূল অ্যাকাউন্ট থেকে আরেকটি জরিপ চালু করে ভিন্ন প্ল্যাটফর্মের প্রচারণা এবং কনটেন্ট বিষয়ক নীতিমালা প্রসঙ্গে সাধারণ ব্যবহারকারীদের মতামত জানতে চেয়েছে টুইটার।
নীতিমালা পরিবর্তন কার্যকর হলে এর ভুক্তভোগী হবে মেটা প্ল্যাটফর্মসের ফেইসবুক ও ইনস্টাগ্রাম, মাস্টোডন, ট্রুথ সোশাল, ট্রাইবালস, নোস্টর এবং পোস্ট-এর মতো প্ল্যাটফর্মগুলো।
টুইটারের মূল অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টের পাল্টা উত্তরে কোম্পানির সাবেক প্রধান নির্বাহী জ্যাক ডরসি প্রশ্ন তুলেছেন, “কেন?”। সম্প্রতি নোস্টরেও বিনিয়োগ করেছেন ডরসি।
নীতিমালা পরিবর্তন প্রসঙ্গে অপর এক টুইটার ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে বলেছেন, “এর কোনো মানে হয় না।”
তবে, টুইটারের সম্ভাব্য নিষেধাজ্ঞার তালিকায় নেই চীনের বাইটড্যান্সের মালিকানাধীন আলোচিত-বিতর্কিত প্ল্যাটফর্ম টিকটক।