গেইম নির্মাতাকে কিনে নিতে কনসোল নির্মাতার ওই উদ্যোগ গেইমটির একচেটিয়া বাজার তৈরি করতে পারে- এমন শঙ্কায়যুক্তরাষ্ট্রে পদক্ষেপটি আটকে দেন এক বিচারক।
Published : 17 Jul 2023, 03:39 PM
জনপ্রিয় গেইমিং ফ্রাঞ্চাইজ ‘কল অফ ডিউটি’র প্লেস্টেশনে থাকা নিয়ে সনির সঙ্গে ১০ বছরের চুক্তি করেছে মাইক্রোসফট। এর ফলে, গেইমটির ভবিষ্যৎ নিয়ে চলমান বিতর্কেরও অবসান হলো।
‘অ্যাক্টিভিশন ব্লিজার্ড’কে রেকর্ড মূল্যে কিনে নিতে চাইছে মাইক্রোসফট। গেইম নির্মাতাকে কিনে নিতে কনসোল নির্মাতার ওই উদ্যোগ গেইমটির একচেটিয়া বাজার তৈরি করতে পারে এই শঙ্কায় এই পদক্ষেপ আটকে দেন যুক্তরাষ্ট্রের এক বিচারক।
এর পরই এই দীর্ঘমেয়াদী চুক্তির খবর এল।
মাইক্রোসফট গেইমিংয়ের প্রধান নির্বাহী ফিল স্পেন্সার বলেন, কল অফ ডিউটিকে প্লেস্টেশনে রাখার লক্ষ্যে একটি ‘বাইন্ডিং অ্যাগ্রিমেন্ট’ করতে রাজী হয়েছে প্রযুক্তি জায়ান্ট কোম্পানি দুটি।
We are pleased to announce that Microsoft and @PlayStation have signed a binding agreement to keep Call of Duty on PlayStation following the acquisition of Activision Blizzard. We look forward to a future where players globally have more choice to play their favorite games.
— Phil Spencer (@XboxP3) July 16, 2023
তিনি আরও বলেন, এতে গেইমারদের কাছে ‘আরও বেশি বিকল্প’ থাকবে।
রোববার স্পেন্সারের এই সম্ভাব্য চুক্তির ইঙ্গিত দেওয়ার মাধ্যমে ২০২২ সালের শুরুতে মাইক্রোসফটের অ্যাক্টিভিশন ব্লিজার্ড অধিগ্রহণের ঘোষণা দেওয়ার পর থেকে কোম্পানি দুটোর মধ্যে দীর্ঘ সময় ধরে চলমান এই লড়াইয়ের অবসান ঘটেছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
সনির সঙ্গে চুক্তির বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছে মাইক্রোসফট।
গেইমিং খাতে সবচেয়ে বড় অধিগ্রহণ
গেইমিং শিল্পের সবচেয়ে বড় অধিগ্রহণ হতে যাচ্ছে মাইক্রোসফটের ছয় হাজার নয়শ কোটি ডলারে অ্যাক্টিভিশন ব্লিজার্ড কেনার উদ্যোগ।
আর মাইক্রোসফটের এই অধিগ্রহণ আটকে দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)’। বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, এটি এমন এক চুক্তি, যা গোটা বিশ্বের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থাকে দুটি শিবিরে বিভক্ত করে দিয়েছে।
বিবিসি বলছে, বৃহস্পতিবার মার্কিন এক বিচারক এফটিসি’র আপত্তি নাকচ করার সিদ্ধান্ত দেওয়ার মানে দাঁড়ায় মঙ্গলবারেই এই চুক্তি সম্পন্ন হতে পারে।
তবে এই চুক্তি প্রতিযোগিতা কমিয়ে আনতে পারে, এমন যুক্তি দেখানো মার্কিন নিয়ন্ত্রক সংস্থাটি এই চুক্তিতে ‘সাময়িক স্থগিতাদেশ’ চেয়ে ভিন্ন এক আদালতে আবেদন করেছে।
তবে বিচারক জ্যাকলিন স্কট করলি বলেন, এফটিসি ওই মামলায় জিতবে বলে তার মনে হয়নি।
“কোম্পানি দুটি একত্রিত হওয়ার পর প্লেস্টেশন থেকে কল অফ ডিউটি গেইম সরাবে বা অ্যাক্টিভিশন কনটেন্টের মালিকানা নিয়ে ভিডিও গেইম লাইব্রেরি সাবস্ক্রিপশন ও ক্লাউড গেইমিং বাজারের প্রতিযোগিতা কমিয়ে দেবে এমন দাবির পক্ষে জোরালো কোনো কারণ দেখাতে পারেনি এফটিসি।” --নিজের সিদ্ধান্তে লিখেন করলি।
ইউরোপীয় ইউনিয়ন এই চুক্তির পক্ষে সবুজ সংকেত দেখানোর পরপরই এই সিদ্ধান্ত এল। তবে, এর বিরুদ্ধে আপিল হয়েছে যুক্তরাজ্যে।
প্রাথমিকভাবে এই অধিগ্রহণ আটকে দেওয়া যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা ‘দ্য কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি (সিএমএ)’ এখন বলছে, চুক্তিটি ‘সম্পূর্ণ ও নির্ভুল উপায়ে’ বিবেচনা করতে তারা ছয় সপ্তাহ সময় নিচ্ছে।
তবে, সিএমএ এ-ও বলেছে, মাইক্রোসফটের জমা দেওয়া ‘বিস্তারিত ও জটিল’ তথ্যগুলো পর্যবেক্ষণ করে ‘যত দ্রুত সম্ভব ও নির্ধারিত তারিখের আগে এই বিষয়ে সিদ্ধান্ত জানানোর’ চেষ্টা করছে।