গুগল ডকস সেবায় চালু হচ্ছে ফিচারটি। এটি সকল ব্যবহারকারীর নাগালের মধ্যে আসবে সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগেই।
Published : 30 Aug 2022, 07:17 PM
গুগল ডকস সেবায় টেক্সটের সঙ্গে ইমোজি জুড়ে দেওয়ার ফিচার চালু করার কয়েক মাসের মাথায় ইমোজি যোগ করার প্রক্রিয়া আরও সহজ করছে গুগল। সোমবারেই ডক ফাইলে ইমোজি জুড়ে দেওয়ার জন্য নতুন ‘শর্টকাট’ কমান্ডের ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, নতুন প্রক্রিয়ায় ডক ফাইলে ইমোজি যোগ করার কৌশল রয়েছে কয়েকটি। তবে সবচেয়ে উপায় হচ্ছে ‘@’ টাইপ করে তারপর ইমোজির নাম লেখা। এ ছাড়াও, ‘@emoji’ টাইপ করলে পর্দায় একটি পিকার উইন্ডো চলে আসবে যেখান থেকে ব্যবহারকারী নিজের পছন্দ মতো ইমোজিগুলো বেছে নিতে পারবেন। উইন্ডোর ওপরের ডান কোণে থাকা তীর চিহ্নে ক্লিক করলে পিকার উইন্ডো একবারে সকল ইমোজি দেখাবে ব্যবহারকারীকে।
‘@’-এর পর ইমোজির নাম লিখলে, অনেক সময়েই গুগল ডকের অন্যান্য ফিচার চলে আসবে পপ-আপ পিকার উইন্ডোতে। সহকর্মীদের ট্যাগ করার ফিচারও চলে আসে এতে। তাই ইংরেজিতে ‘@’ টাইপ করে তারপর কোলন চিহ্ন দেওয়াকেই ডকস ফাইলে ইমোজি যোগ করার সবচেয়ে সহজ উপায় বলে আখ্যা দিয়েছে ভার্জ।
গুগল জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর থেকেই ব্যবহারকারীদের গুগল ডকস সেবায় চালু হচ্ছে ফিচারটি। এটি সকল ব্যবহারকারীর নাগালের মধ্যে আসবে সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগেই। আনকোড়া নতুন ইমোজিগুলোও এই ফিচারের অন্তর্ভূক্ত বলে জানিয়েছে ভার্জ।