জেনারেটিভ এআই প্রযুক্তির বিকাশে ভুল তথ্য ছড়ানোর শঙ্কা বেড়েছে। ফলে, এ প্রযুক্তি নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার।
Published : 13 Mar 2024, 02:19 PM
নিজস্ব এআই চ্যাটবট জেমিনাই’তে ব্যবহারকারীদের নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সুবিধা বন্ধ করছে গুগল।
বিষয়টি নিশ্চিত করে এক ব্লগ পোস্টে সার্চ ইঞ্জিন জায়ান্ট কোম্পানিটি বলেছে, ভারতে এরইমধ্যে নীতিমালাটি চালু হয়েছে, যেখানে নির্বাচন শুরু হচ্ছে আসন্ন এপ্রিল থেকে।
এআই প্রযুক্তি নিয়ে কোম্পানিটি যেন নতুন কোনও বিতর্কের মধ্যে না পড়ে, সে লক্ষ্যে গুগলের এ পদক্ষেপ এল বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
জেমিনাই মূলত ভাইরাল চ্যাটবট চ্যাটজিপিটি’রই গুগল সংস্করণ, যা টেক্সট আকারে বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পাশপাশি ছবিও তৈরি করতে সক্ষম।
গুগলের এক মুখপাত্র বিবিসি’কে বলেন, কোম্পানির সাম্প্রতিক এ পদক্ষেপ গত বছর কোম্পানির ঘোষিত নির্বাচন সংশ্লিষ্ট পরিকল্পনার অংশ।
“আমরা গত বছরের ডিসেম্বরেই বলেছি, ২০২৪ সালে গোটা বিশ্বে হতে যাওয়া নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা জেমিনাই’তে নির্বাচন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করার সুবিধা বন্ধ করছি।”
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকা’সহ অনেক দেশেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এ বছর। এর পরিপ্রেক্ষিতে, বিবিসি যখন জেমিনাই’কে সেইসব নির্বাচন নিয়ে প্রশ্ন করে, প্রতিবারই এটি জবাব দিয়েছে: “আমি এখনও এ প্রশ্নের জবাব দিতে শিখছি। এর মধ্যে আপনি চাইলে গুগল সার্চ ব্যবহার করতে পারেন।”
তবে, পরবর্তীতে ভারতীয় রাজনীতি নিয়ে জেমিনাই’কে কয়েকটি সম্পূরক প্রশ্ন করলে দেশটির শীর্ষ রাজনৈতিক দলগুলো নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে দেখা যায় চ্যাটবটটিকে।
জেনারেটিভ এআই প্রযুক্তির বিকাশে ভুল তথ্য ছড়ানোর শঙ্কা বেড়েছে। ফলে, এ প্রযুক্তি নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার।
এরইমধ্যে ভারত বলেছে, বিভিন্ন ‘সন্দেহজনক’ এআই টুল প্রকাশ বা পরীক্ষা করার আগে প্রযুক্তি কোম্পানিগুলোকে দেশটির সরকারি কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
গুগলের সম্প্রতি প্রকাশ পাওয়া ইমেজ জেনারেটর গত মাসে যুক্তরাষ্ট্রের ‘ফাউন্ডিং ফাদার্স’ হিসাবে তৈরি এক ছবিতে ভুলে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে যোগ করায় ক্ষমা চাইতে বাধ্য হয় সার্চ জায়ান্ট কোম্পানিটি।
এমনকি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জার্মান সৈন্যদের একটি ছবিও তৈরি করেছে জেমিনাই, যেখানে ভুলে একজন কৃষ্ণাঙ্গ পুরুষ ও একজন এশীয় নারীর চেহারা যোগ করে দিয়েছে চ্যাটবটটি।
এর পরপরই টুলটির কার্যক্রম ‘স্থগিত’ করে গুগল। পাশাপাশি, এক ব্লগ পোস্টে কোম্পানিটি লেখে, টুলটি ‘ছবির মূল প্রেক্ষাপট তুলে ধরার প্রচেষ্টায় ব্যর্থ হচ্ছে’।