‘এক্স’ অক্ষরটি বিভিন্ন ট্রেডমার্কে এতটাই বিস্তৃতভাবে ব্যবহার ও উল্লেখ করা হয় যে, এর ফলে আইনি চ্যালেঞ্জে পড়ার বিষয়টি অস্বাভাবিক কিছু নয়।
Published : 25 Jul 2023, 05:33 PM
ইলন মাস্ক মালিকানাধীন সামাজিক মাধ্যম টুইটারের নাম রিব্র্যান্ড করে ‘এক্স’ রাখার সিদ্ধান্তটি আইনি জটিলতার মুখে পড়তে পারে। এরইমধ্যে অক্ষরটির ট্রেডমার্ক রয়েছে মেটা ও মাইক্রোসফট’সহ বেশ কিছু কোম্পানির কাছে।
‘এক্স’ অক্ষরটি বিভিন্ন ট্রেডমার্কে এতটাই বিস্তৃতভাবে ব্যবহার ও উল্লেখ করা হয় যে, এর ফলে আইনি চ্যালেঞ্জে পড়ার বিষয়টি অস্বাভাবিক কিছু নয়। আর ভবিষ্যতে এই ‘এক্স’ ব্র্যান্ড সুরক্ষা করতে গিয়ে নিজেদের সৃষ্ট সমস্যার মুখে পড়তে পারে এতদিন টুইটার নামে পরিচিতি পাওয়া সামাজিক মাধ্যমটি।
“এটি নিয়ে টুইটারের কারও না কারও কাছ থেকে মামলার মুখে পড়ার সম্ভাবনা শতভাগ।” --বলেন যুক্তরাষ্ট্রের ট্রেডমার্ক অ্যাটর্নি জশ গারবেন। তিনি আরও যোগ করেন, এমন প্রায় নয়শ মার্কিন ট্রেডমার্ক নিবন্ধন আছে, যার মাধ্যমে এরইমধ্যে বিভিন্ন শিল্পে ‘এক্স’ অক্ষরটি ব্যবহৃত হচ্ছে।
সোমবার সামাজিক মাধ্যম টুইটারের নাম বদলে ‘এক্স’ রাখেন মাস্ক। এ ছাড়া, ‘এক্স’ অক্ষরটির সাদা-কালো সংস্করণের নতুন লোগোও প্রকাশ পেয়েছে।
সাধারণত বিভিন্ন ব্র্যান্ডের নাম, লোগো ও পণ্যের উৎস শনাক্ত করা স্লোগানের মতো বিষয়াদি রক্ষার উদ্দেশ্যে ট্রেডমার্ক ব্যবহৃত হয়ে থাকে। তবে, অন্য কোনো ব্র্যান্ড ওই নাম ব্যবহার করে ভোক্তা বিভ্রান্তির কারণ হলে ট্রেডমার্ক মালিকরা সেটি নিয়ে আপত্তি করতে পারে। এর ক্ষতিপূরণ হিসেবে অভিযুক্ত কোম্পানি আর্থিক জরিমানা এমনকি ওই নাম ব্যবহার বন্ধ করে মতো শাস্তিও পেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
২০০৩ সাল থেকেই নিজেদের ‘এক্সবক্স’ ভিডিও গেইম সিস্টেমের যোগাযোগ ব্যবস্থা সংশ্লিষ্ট ‘এক্স’ ট্রেডমার্কের মালিকানা রয়েছে মাইক্রোসফটের কাছে। টুইটারের নতুন প্রতিদ্বন্দ্বী থ্রেডসের মালিক কোম্পানি মেটাও সফটওয়্যার ও সামাজিক মাধ্যমে ব্যবহারের উদ্দেশ্যে নীল ও সাদা রঙের ‘এক্স’ অক্ষরের ফেডারেল ট্রেডমার্ক মালিকানা পেয়েছে ২০১৯ সালে।
গারবেন বলেন, মেটা ও মাইক্রোসফট সম্ভবত মামলা করবে না। তবে, টুইটারের ‘এক্স’ ব্র্যান্ড তাদের জায়গা দখল করছে এমন হুমকির ইঙ্গিত পেলে এমনটি ঘটতেও পারে।
এই প্রসঙ্গে রয়টার্স কোম্পানি তিনটির মন্তব্য জানতে চাইলেও কেউই সাড়া দেয়নি।
এমনকি ফেইসবুক থেকে নাম বদলে ফেলার সময় আইনি জটিলতায় পড়েছে মেটা নিজেও। গত বছর কোম্পানিটির বিরুদ্ধে ট্রেডমার্ক মামলা দায়ের করেছে মার্কিন বিনিয়োগ কোম্পানি ‘মেটাক্যাপিটাল’ এবং ভার্চুয়াল রিয়ালিটি কোম্পানি ‘মেটাএক্স’। এ ছাড়া, নিজেদের নতুন ‘ইনফিনিটি’ লোগো নিয়েও একটি মামলার নিষ্পত্তি করেছে মেটা।
তাই মাস্ক এই নাম বদলাতে সফল হলেও অন্য কেউ ‘এক্স’-এর মালিকানা দাবি করতে পারে, এমন শঙ্কা রয়েছে।
“কোনো একক অক্ষর, বিশেষ করে ‘X’-এর মতো বাণিজ্যিকভাবে জনপ্রিয় অক্ষর রক্ষার যে চ্যালেঞ্জ, তাতে করে নতুন নাম নিয়ে ইলন মাস্কের মালিকানায় কেবল এর গ্রাফিক ডিজাইনের অংশটুকু থাকার সম্ভাবনাই বেশি।” --বলেন আইন বিষয়ক কোম্পানি ‘লোয়েব অ্যান্ড লোয়েব’-এর ট্রেডমার্ক অ্যাটর্নি ডগলাস মাস্টারস।
তবে, তিনি আরও যোগ করেন, “লোগোতে তেমন বৈচিত্র্য না থাকায় এর সুরক্ষা করাও জটিল হবে।”
এর আগে মার্কিন সংবাদ সাইট ইনসাইডারের প্রতিবেদনে উঠে আসে, মেটার কাছে এক্স অক্ষরের ট্রেডমার্ক রয়েছে। আর মাইক্রোসফটের ট্রেডমার্ক নিয়ে টুইট করেন আইনজীবি এড টিম্বারলেক।