এ মাসের শুরুতে জেমিনাই এআই মডেলের মাধ্যমে ছবি তৈরির সুবিধা চালু করেছিল কোম্পানিটি।
Published : 27 Feb 2024, 05:11 PM
আগামী কয়েক সপ্তাহের মধ্যে এআই মডেল জেমিনাই’য়ের মানুষের ছবি তৈরির এআই ফিচারটি ফিরিয়ে আনার পরিকল্পনা করছে সার্চ জায়ান্ট গুগল।
কয়েকটি ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে মানুষের ভুল ছবি তৈরির পর নিজস্ব এআই টুল ‘জেমিনাই’-এর ছবি তৈরির সুবিধা কিছুদিন আগেই বন্ধ করেছিল কোম্পানিটি।
ফিচারটি চালুর কথা গুগলের ডিপমাইন্ড বিভাগের সিইও ডেমিস হাসাবিস সোমবার জানিয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এ মাসের শুরুতে জেমিনাই এআই মডেলের মাধ্যমে ছবি তৈরির সুবিধা চালু করেছিল অ্যালফাবেট মালিকানাধীন গুগল। তবে, কিছু ব্যবহারকারী সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি তৈরির ক্ষেত্রে অনেক সময় ভুল করছে এআই মডেলটি।
“এটি ঠিক করার জন্য আমরা ফিচারটি সরিয়ে ফেলেছি। আমরা আশা করছি আগামী কয়েক সপ্তাহের মধ্য খুব দ্রুতই ফিচারটি ফিরিয়ে দেওয়া হবে।” – স্পেইনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের একটি প্যানেলে বলেন হাসাবিস।
“টুলটি আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না” – যোগ করেন তিনি।
সোমবার বিকেলে অ্যালফাবেটের শেয়ার মূল্য তিন দশমিক পাঁচ শতাংশ কমে গিয়েছিল, যা ‘এসঅ্যান্ডপি ৫০০’ সূচকে সেদিনের সবচেয়ে বড় ধাক্কা ছিল বলে লিখেছে রয়টার্স।
২০২২ সালের নভেম্বরে ওপেনএআই-এর ‘চ্যাটজিপিটি’ চালু হওয়ার পর থেকেই, ‘মাইক্রোসফট’ সমর্থিত কোম্পানিটির সঙ্গে এআই সফটওয়্যার তৈরির প্রতিযোগিতায় নেমেছে গুগল।
এক বছর আগে প্রকাশ পেয়েছিল গুগলের জেনারেটিভ এআই চ্যাটবট ‘বার্ড’। তখন এর প্রচারমূলক ভিডিওতে আমাদের সৌরজগতের বাইরের একটি গ্রহের ছবি সম্পর্কে ভুল তথ্য দিয়েছিল এআই মডেলটি। এর ফলে, সে সময়ে কোম্পানিটির শেয়ার মূল্য ৯ শতাংশ পর্যন্ত কমে গিয়েছিল।
এ মাসের শুরুতে বার্ডের নাম পরিবর্তন করে জেমিনাই রাখা হয়। পাশাপাশি, গ্রাহক সেবা প্যাকেজও চালু করেছে কোম্পানিটি। এর মাধ্যমে, ব্যবহারকারীরা এআই মডেল থেকে আরও ভালো যুক্তিসংগত কাজের সুবিধা নিতে পারবেন।
“আমরা জেনারেটিভ এআই বিকাশের প্রাথমিক ধাপে রয়েছি। কিন্তু, বিভিন্ন সমস্যা বা ভুল থেকে গেলেই মানুষ চিন্তিত হতে শুরু করবে।” – বলেছেন গবেষণা প্রতিষ্ঠান টেকনালাইসিস রিসার্চের প্রধান বিশ্লেষক বব ও’ডোনেল।