“আপনারা ওপেনএআই দেখভাল করতে সক্ষম নন। এ কোম্পানি ও এর কর্মীদের লক্ষ্য নিয়ে যাদের যোগ্যতা, বিচারবুদ্ধি এবং দরদ নেই তাদের সঙ্গে বা তাদের জন্য আমরা কাজ করতে পারব না।”
Published : 21 Nov 2023, 03:09 PM
স্যাম অল্টম্যানের সিইও পদ থেকে চাঞ্চল্যকরভাবে অপসারণের পর বিদ্রোহ ঘোষণা করেছেন ওপেনএআইয়ের কর্মীরা। শীর্ষ এই কোম্পানির সাড়ে সাতশ’ কর্মীর প্রায় সবাই নাম লিখিয়েছেন এ বিদ্রোহে।
এক খোলা চিঠিতে স্যাম অল্টম্যানকে পুনর্বহাল ও তাকে ছাঁটাই করা পরিচালনা পর্ষদকে পদত্যাগের দাবি জানিয়েছেন কর্মীরা।
কর্মীরা বলেছেন পরিচালনা পর্ষদ কোম্পানিটির অর্জনকে হুমকির মুখে ফেলেছে। চিঠিতে তারা পর্ষদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
“আপনাদের নেওয়া পদক্ষেপে এটা পরিষ্কার হয়ে গেছে যে, আপনারা ওপেনএআই দেখভাল করতে সক্ষম নন। এ কোম্পানি ও এর কর্মীদের লক্ষ্য নিয়ে যাদের যোগ্যতা, বিচারবুদ্ধি এবং দরদ নেই তাদের সঙ্গে বা তাদের জন্য আমরা কাজ করতে পারব না।” - উল্লেখ রয়েছে খোলা চিঠিতে।
“আমরা যারা এখানে স্বাক্ষর করেছি, তারা পদত্যাগ করতে প্রস্তুত এবং মাইক্রোসফটের সহায়তায় স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রকম্যানকে নিয়ে মাইক্রোসফটের নতুন প্রকল্পে যোগ দিতে পারি।”
অল্টম্যানকে বরখাস্ত করার পরপরই তাকে মাইক্রোসফটে কাজের আমন্ত্রণ জানিয়েছেন মাইক্রোসফট প্রধান সাত্যিয়া নাদেলা। অল্টম্যান সেখানে যাবেন এমন সম্ভবনার কথা প্রতিবেদনে বলেছে বিবিসি।
“এখন পর্যন্ত সাত্যিয়া ও আমার প্রধান লক্ষ্য হলো ওপেনএআইয়ের উন্নতিকে সুরক্ষিত করা,” একটি এক্সপোস্টে লিখেছেন অল্টম্যান।
বিদ্রোহের পরপরই মাইক্রোসফটের সিইও সাত্যিয়া নাদেলা সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ওপেনএআইয়ের কর্মীরা তাদের পুরোনো কোম্পানিটিতেই কাজ চালিয়ে যেতে পারেন বা তারা মাইক্রোসফটেও যোগ দিতে পারেন- উভয় সমাধানেই তিনি তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।
তবে, “এ পরিস্থিতিতে এসে এটা একেবারেই পরিষ্কার যে, এর (ওপেনএআই) পরিচালনায় পরিবর্তন প্রয়োজন” বলে মত দেন তিনি এবং কোম্পানিটি এ নিয়ে আলাপ চালিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ওপেনএআইয়ের সাতশ ৭০ জন কর্মীর মধ্যে সাতশ’ ৪৩ জন কর্মী চিঠিতে স্বাক্ষর করেছেন বলে একটি এক্সপোস্টে জানিয়েছেন কোম্পানিটির সংযোগ ব্যবস্থাপক ইভান মরিকাওয়া।
চিঠিতে স্বাক্ষর করা প্রায় সাড়ে সাতশ কর্মীর নাম বর্ণনুক্রমিক সাজানো হলেও তালিকায় প্রথম নাম হিসাবে আছে বোর্ড কর্তৃক নিয়োগ পাওয়া অন্তর্বর্তীকালীন সিইও মিরা মুরাটির নাম। অল্টম্যানকে ছাঁটাই করা পরিচলনা পর্ষদের সদস্য এবং ওপেনএআইয়ের মুখ্য বিজ্ঞানী ইলেয়া সুটসকেভারের নাম আছে ১২ নম্বরে।
একটি এক্সপোস্টে ইলেয়া সুটসকেভার তার ‘ভুল’ স্বীকার করেছেন।
“বোর্ডের নেওয়া এই সিদ্ধান্তে অংশ নেওয়ার জন্য এখন আমার অনুশোচনা হচ্ছে। আমার কখনওই ওপেনএআইয়ের ক্ষতি করার উদ্দেশ্য ছিলো না। আমরা মিলেমিশে যা তৈরি করেছি, তা আমি ভালোবাসি এবং সেটা পুনরায় একত্রিত করতে যা প্রয়োজন হয় আমি তাই করবো,” তিনি লিখেছেন।