এ নির্দেশিকায় উল্লেখ রয়েছে, কীভাবে একটি এআই ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ও বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ ও ক্রমাগত বিকাশ করতে হয়।
Published : 16 Jan 2024, 03:10 PM
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে নিজেদের প্রথম আন্তর্জাতিক মানদণ্ড প্রকাশ করেছে যুক্তরাজ্যের জাতীয় মান নিয়ন্ত্রক সংস্থা।
এ নির্দেশিকায় উল্লেখ রয়েছে, কীভাবে একটি এআই ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ও বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ ও ক্রমাগত বিকাশ করতে হয়।
‘ব্রিটিশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন (বিএসআই)’ প্রকাশিত এ নির্দেশিকায় আরও উল্লেখ রয়েছে, কীভাবে দায়িত্বশীল উপায়ে বিভিন্ন ব্যবসার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এআই প্রযুক্তির বিকাশ ও ব্যবহার নিশ্চিত করা যায়।
গত বছর চ্যাটজিপিটি’র মতো এআই চ্যাটবট প্রকাশের পর থেকেই ক্রমবর্ধমান এ প্রযুক্তি নিয়ন্ত্রণে আনা নিয়ে বিতর্ক চলছে।
“এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে একটি আন্তর্জাতিক মানদণ্ড প্রকাশের ঘোষণা দিতে পেরে বিএসআই আনন্দিত। এর লক্ষ্য, বিভিন্ন কোম্পানি যেন নিজস্ব পণ্য ও সেবায় দায়িত্বশীল ও নিরাপদ উপায়ে এআই প্রযুক্তি ব্যবহার করে, তা নিশ্চিত করা।” --বলেছে বিএসআই।
গত বছরের নভেম্বরে বিশ্বের প্রথম ‘এআই সেইফটি সামিট’ আয়োজন করেছিল যুক্তরাজ্য, যেখানে বিশ্বনেতাদের পাশাপাশি শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোও যোগ দিয়েছিল। এ আয়োজনের লক্ষ্য ছিল, এআই প্রযুক্তির নিরাপত্তা ও দায়িত্বশীল উপায়ে বিকাশের পাশাপাশি এর সম্ভাব্য ঝুঁকিগুলো নিয়ে আলোচনা করা।
এর সম্ভাব্য ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে সাইবার আক্রমণের জন্য ম্যালওয়্যার তৈরি, এমনকি মানুষ এ প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা মানবতার অস্তিত্বে হুমকি হয়ে দাঁড়াতে পারে, এমন ঝুঁকিও।
নতুন এ আন্তর্জাতিক মানদণ্ড সম্পর্কে বিএসআইয়ের প্রধান নির্বাহী সুজান টেইলর মার্টিন বলেছেন, “এআই একটি বৈপ্লবিক প্রযুক্তি। তাই এটি যে নির্ভরযোগ্য উপায়ে কাজ করবে, সে বিশ্বাসটি তৈরি করা জটিল।”
“বিভিন্ন প্রতিষ্ঠানে এ প্রযুক্তির দায়িত্বশীল ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বের প্রথম আন্তর্জাতিক মানদণ্ড প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর মাধ্যমে উন্নত ভবিষ্যৎ ও টেকসই বিশ্ব গড়ে তোলার জন্য প্রয়োজনীয় এআই প্রযুক্তির বিকাশের লক্ষ্যমাত্রাও সামনের দিকে এগিয়ে যাবে।”
এ নির্দেশিকায় একটি বাস্তবতাভিত্তিক হুমকি মূল্যায়ন ব্যবস্থা তৈরির পাশাপাশি বিভিন্ন অভ্যন্তরীণ ও পরোক্ষ এআই চালিত পণ্য ও সেবা ব্যবহারের ক্ষেত্রে বাড়তি নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখার শর্তও রয়েছে।
এদিকে, বিএসআইয়ের মানদণ্ড বিষয়ক মহাপরিচালক স্কট স্টিডম্যান বলেন, “যুক্তরাজ্যের অনেক প্রতিষ্ঠানেই এআই প্রযুক্তির ব্যবহার দেখা গেছে। অথচ এ প্রযুক্তি নিয়ে এখনও কোনো নিয়ন্ত্রক অবকাঠামোই প্রতিষ্ঠিত হয়নি।”
“একদিকে সরকার বিবেচনা করছে, কীভাবে এ প্রযুক্তি কার্যকর উপায়ে নিয়ন্ত্রণ করা যায়। অন্যদিকে, সকল ক্ষেত্রের জনসাধারণ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন নির্দেশিকা তৈরির আহ্বান জানাচ্ছেন।”