বিচারক বলেন, তিনি ‘আত্মবিশ্বাসী’ যে জেলে নিরামিষ খাবারের ব্যবস্থা থাকবে। তবে, সেখানে ‘ভিগান’ খাবার পাওয়া যাবে কি না, তা নিয়ে তিনি নিশ্চিত নন।
Published : 23 Aug 2023, 05:09 PM
ধসের মুখে পড়া ক্রিপ্টো এক্সচেঞ্জ কোম্পানি এফটিএক্স-এর প্রতিষ্ঠাতা স্যাম ব্যাংকম্যান-ফ্রিডের জেলে সময় কাটছে ‘রুটি ও পানি খেয়ে’। এমনই দাবি করেছেন তার আইনজীবি।
ফ্রিডের আইনজীবি বলছেন, জেলে থাকা ফ্রিড নিজের ‘ভিগান ডায়েট’-এর জন্য অনুরোধ জানালেও তা পূরণ করা হয়নি।
গত বছর এফটিএক্স-এ ধস নামার পর ক্রিপ্টো জালিয়াতির মামলায় অভিযুক্ত হন ফ্রিড।
মঙ্গলবার নিউ ইয়র্কের আদালতে শুনানি চলাকালীন নতুন এক মামলার সাতটি ফৌজদারি অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন ফ্রিড।
আদালতে পায়ে শেকল ও জেলের কাপড় পড়িয়ে হাজির করা হয় একসময় ‘ক্রিপ্টোর রাজপুত্র’ নামে পরিচিতি পাওয়া ফ্রিডকে।
১১ অগাস্ট ‘অন্তত দুইবার সাক্ষী প্রভাবিত করার’ অভিযোগে মার্কিন বিচারক লুইজ কাপলান তার জামিন নাকচ করার পর ওই শুনানিই ছিল ফ্রিডের প্রথমবার জনসমক্ষে আসার ঘটনা।
সাবেক এই ধনকুবেরের আইনজীবি মার্ক কোহেন বলেন, ব্রুকলিনে অবস্থিত ‘মেট্রোপলিটান ডিটেনশন সেন্টার’-এ তার মক্কেলের খাবারের পর্যাপ্ত ব্যবস্থা নেই, যা তার মামলার শুনানির প্রস্তুতিতে বাধা তৈরি করছে। আর ওই শুনানি শুরু হবে অক্টোবর থেকে।
কোহেন আরও বলেন, ফ্রিডকে ‘অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভ ডিসঅর্ডার (এডিএইচডি) রোগের ওষুধ ‘অ্যাডেরাল’ সরবরাহ করা হয়নি। এ ছাড়া, বিষন্নতার চিকিৎসায় তার ওষুধ ‘এমসাম’ সরবরাহেও ঘাটতি ছিল।
ম্যাজিস্ট্রেট বিচারক সারাহ নেটবার্ন বলেন, তিনি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অধীন ‘ব্যুরো অফ প্রিজনস’কে ফ্রিডের ঔষধজনিত সমস্যাটি খতিয়ে দেখতে বলবেন।
বিচারক বলেন, তিনি ‘আত্মবিশ্বাসী’ যে জেলে নিরামিষ খাবারের ব্যবস্থা থাকবে। তবে, সেখানে ‘ভিগান’ খাবার পাওয়া যাবে কি না, তা নিয়ে তিনি নিশ্চিত নন।
নতুন মামলায় ফ্রিডের বিরুদ্ধে এফটিএক্স ধস সংশ্লিষ্ট সাতটি জালিয়াতি ও ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়।
তবে, যুক্তরাষ্ট্রের আর্থিক আইন লঙ্ঘন করে ষড়যন্ত্রের অভিযোগটি বাতিল হয়ে গেছে।
এইসব অভিযোগের বিপরীতে নিজেকে নির্দোষ দাবি করেছেন ফ্রিড।
তবে, এফটিএক্স-এর ব্যবস্থাপনায় ঝুঁকি থাকার বিষয়টি স্বীকার করলেও, এ থেকে অর্থ চুরির অভিযোগ নাকচ করে দেন তিনি।
একসময় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ কোম্পানি ছিল এফটিএক্স। আর এর বাজারমূল্য গিয়ে ঠেকেছিল তিন হাজার দুইশ কোটি ডলারে।
১১ নভেম্বর দেউলিয়া সুরক্ষা আইনের অধীনে আবেদন করে কোম্পানিটি, যা গোটা ক্রিপ্টো বাজারকে নাড়িয়ে দিয়েছিল।