নতুন ট্যাবটি ফেইসবুকের ‘ওজি’ ফিচারের আদলে তৈরি একটি সিরিজের অংশ, যা এ বছরই প্ল্যাটফর্মটিতে যোগ করবে মেটা।
Published : 29 Mar 2025, 04:38 PM
ফেইসবুকে অনুসরণ করেন না এমন মানুষদের বিভিন্ন পোস্ট দেখে ক্লান্ত হয়ে পড়ার দিন এবার সম্ভবত ফুরাচ্ছে। ফেইসবুকে নতুন ‘ফ্রেন্ডস’ ট্যাব আনছে সামাজিক যোগাযোগ মাধ্যম জয়ান্ট মেটা।
‘ফ্রেন্ডস’ ট্যাবের মাধ্যমে ফেইসবুকে বন্ধু ও পরিবারের সদস্যরা কী করছেন তা দেখা আরও সহজ হয়ে উঠবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট ডিজিটাল ট্রেন্ডস।
বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে মেটা বলেছে, ফ্রেন্ডস ট্যাবে কেবল বন্ধুদের কনটেন্ট দিয়ে তৈরি ফিড দেখার বিষয়টি উপভোগ করতে পারবেন যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীরা।
কোম্পানিটি বলেছে, নতুন ট্যাবটি ফেইসবুকের ‘ওজি’ ফিচারের আদলে তৈরি একটি সিরিজের অংশ, যা এ বছরই প্ল্যাটফর্মটিতে যোগ করবে মেটা। এ ফিচারটি সামাজিক যোগাযোগ মাধ্যমটির শুরুর দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাবে ব্যবহারকারীকে।
‘ফ্রেন্ডস’ ট্যাবটি রয়েছে ফেইসবুকের হোম ফিডের নীচে থাকা ট্যাব বারে, যেখানে বন্ধুদের পোস্ট, স্টোরি ও ভিডিও বা রিল দেখতে পাবেন ব্যবহারকারীরা। বন্ধুদের জন্মদিনের তালিকা, ফেন্ড রিকোয়েস্ট ও পরিচিত মানুষদের তালিকাও দেখা যাবে।
ফেইসবুকের স্ক্রিনের নীচে ‘ফ্রেন্ডস’ ট্যাবটি দেখতে না পেলে নিজের তৈরি ট্যাব বারটি কাস্টমাইজ করে সেখানে পিন করতে পারবেন ব্যবহারকারীরা। এজন্য প্লাটফর্মটির হোম ফিডে নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে তাদের।
তারপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’-তে গিয়ে ‘সেটিংস অ্যান্ড ট্যাব’ বারে যান, সেখান থেকে ‘ফ্রেন্ডস’ ট্যাবটি বেছে নিন। ট্যাব বারটি ট্যাপ করে ‘কাস্টমাইজ ইয়োর ট্যাব বার’ এ ট্যাপ করেও একই কাজ করতে পারেন।
ফেইসবুক বলেছে, প্ল্যাটফর্মটিতে ‘ফ্রেন্ডস ট্যাব’ এমনভাবে যোগ করা হয়েছে যাতে মার্ক জাকারবার্গের মূল উদ্দেশ্য অনুসারে প্ল্যাটফর্মটি পরিচালিত হতে পারে, যেখানে কেবল নিজেদের বন্ধু ও পরিবারের সঙ্গেই যুক্ত হতে পারেন ব্যবহারকারীরা।