“এইচটিটিপুলের মাধ্যমে মেটা প্ল্যাটফর্মে বিজ্ঞাপন প্রাপ্তির সুযোগ কমে আসবে এবং আপনাদের সম্ভাব্য প্রচারণার বিজ্ঞাপন ফিরিয়ে দেওয়া বা ব্লক থাকার সম্ভাবনা রয়েছে।”
Published : 27 Apr 2023, 06:50 PM
বিজ্ঞাপনী সংস্থা এইচটিটিপুল মেটা প্ল্যাটফর্মে বিজ্ঞাপন নেওয়া বন্ধের কথা জানিয়েছে। কোম্পানিটি বাংলাদেশে সামাজিক মাধ্যম জায়ান্ট মেটার বিজ্ঞাপনী প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে।
এইচটিটিপুল এ বিষয়ে তাদের গ্রাহকদের এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানালেও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। মঙ্গলবার ইস্যু করা ওই চিঠির কপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর দেখার সুযোগ হয়েছে। এতে মার্কিন ডলার স্বল্পতা ও দেশ থেকে “বিদেশে অর্থ পাঠানোয় ঝামেলা”র কথা উল্লেখ রয়েছে।
“এ পরিস্থিতিতে এইচটিটিপুলের মাধ্যমে মেটা প্ল্যাটফর্মে বিজ্ঞাপন প্রাপ্তির সুযোগ কমে আসবে এবং আপনাদের সম্ভাব্য প্রচারণার বিজ্ঞাপন ফিরিয়ে দেওয়া বা ব্লক থাকার সম্ভাবনা রয়েছে।”
দেশে যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান বাংলাদেশি মুদ্রায় মেটা প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিতেন এ পরিস্থিতিতে তারা সে সুযোগ এখন আর পাচ্ছেন না। তবে, দ্বৈত মুদ্রা (ডুয়াল কারেন্সি) ক্রেডিট কার্ডের মাধ্যমে যারা এই সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিচ্ছিলেন, তারা সেটি এখনও করতে পারছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর এইচটিটিপুলের সঙ্গে যোগাযোগ করলে সেখানকার একজন শীর্ষ কর্মকর্তা লিখিত প্রশ্ন পাঠাতে বলেন। সে সকল প্রশ্নের উত্তর এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পাওয়া যায়নি।
মেটা ছাড়াও বৈশ্বিকভাবে টুইটার, স্পটিফাই, লিংকডইন, স্ন্যাপচ্যাট, ওয়ার্নার মিউজিকসহ বিভিন্ন প্ল্যাটফর্মের বিজ্ঞাপনী পার্টনার হিসাবে কাজ করে বলে উল্লেখ রয়েছে তাদের সামাজিক মাধ্যম প্রোফাইলে। এর মালিক কোম্পানি আলেফ হোল্ডিংসের দুবাই ও আর্জেন্টিনায় প্রধান কার্যালয় ও বিশ্বের ১১৫টি দেশে শাখা অফিস থাকার উল্লেখ রয়েছে তাদের ওয়েবসাইটে।
২০২০ সালের মে মাসে বাংলাদেশে কার্যক্রম শুরু করা এইচটিটিপুল ওই বছরেরই অগাস্ট মাসে রাজস্ব ফাঁকির মামলায় পড়েছিল।