বন ধ্বংসের একাধিক কারণ একসঙ্গে ঘটায় ২০৫০ সালের মধ্যে প্রায় অর্ধেক অ্যামাজন আফ্রিকার সাভানা তৃণভূমির মতো কম গাছওয়ালা খোলা বনের চেহারা পেতে পারে।
Published : 26 Feb 2024, 01:27 PM
ব্রাজিলের বিখ্যাত অ্যামাজন রেইনফরেস্টের বড় এক অংশ এমন ‘সংকটের মুখে রয়েছে যে, বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের কারণে আগামী ৩০ বছরের আগেই অ্যামাজন ধ্বংস হয়ে যেতে পারে।
সম্প্রতি বিজ্ঞানীরা এ শঙ্কার কথা জানিয়েছেন বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার’-এ প্রকাশিত নতুন এক গবেষণাপত্রে।
অনলাইন সংবাদ সাইট ফিউচারিজমের প্রতিবেদন অনুযায়ী, বন ধ্বংসের একাধিক কারণ একসঙ্গে ঘটায় ২০৫০ সালের মধ্যে প্রায় অর্ধেক অ্যামাজন আফ্রিকার সাভানা তৃণভূমির মতো কম গাছওয়ালা খোলা বনের চেহারা পেতে পারে। এর ফলে পরিবেশগত ওই সম্ভাব্য বিপর্যয়ে টিকে যাওয়ার মতো গাছে ভরে যেতে পারে ওই এলাকা।
“অ্যামাজনকে নিরাপদ সীমার মধ্যে সুরক্ষিত রাখার জন্য সমন্বিত স্থানীয় ও বৈশ্বিক প্রচেষ্টা লাগবে,” বলেছেন ‘টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিখ’-এর ‘আর্থ সিস্টেম মডেলিং’ বিভাগের অধ্যাপক ও এ গবেষণার সহ-লেখক নিকলাস বোয়ার্স।
“পাশাপাশি বন উজাড় বন্ধ করে সেখানে প্রচুর গাছপালা লাগাতে হবে। সেইসঙ্গে গোটা বিশ্বে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বন্ধ করতেও অনেক পদক্ষেপ নিতে হবে।”
অন্ধকার ভবিষ্যৎ
গবেষকদের মতে, অ্যামাজনের বন উজাড় হওয়ার হার বেড়ে যাওয়ার পেছনে আগুন ও তাপমাত্রার ক্রমবর্ধমান বৃদ্ধির মতো বেশ কয়েকটি কারণ রয়েছে, যা অ্যামাজনকে ‘প্রতি মুহূর্তে খালি করে দিচ্ছে’। এ বিষয়গুলো নিয়ন্ত্রণে রাখলে বন ধ্বংস ও অবক্ষয় কম হবে।
উদাহরণ হিসাবে, বৃষ্টিপাত ও আগুনের মতো অনুষঙ্গগুলোর দিকে নজর রাখা যেতে পারে।
“প্রতি বছর অ্যামাজনে বৃষ্টিপাতের মাত্রা ১৮০০ মিলিমিটারের কম হওয়ায় এটি রেইনফরেস্ট থেকে সাভানার মতো গাছপালায় আকস্মিকভাবে রূপান্তরের ঝুঁকি রয়েছে, যার মূল উদ্দীপক হতে পারে খরা বা দাবানল। সাম্প্রতিক বছরগুলোয় অ্যামাজন বনে খরা ও দাবালন বৃদ্ধির মাত্রা গুরুতর হয়ে উঠেছে,” এক বিবৃতিতে বলেছেন ‘পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চ’-এর বিজ্ঞানী ও এ গবেষণার সহ-লেখক দা নিয়ান।
অ্যামাজনের বিশাল বনে এমন কঠোর পরিবর্তন কেবল আঞ্চলিক জলবায়ুর ফল নয় বরং গোটা বিশ্বেই এর প্রভাব পড়ে। অ্যামাজন পৃথিবীর গুরুত্বপূর্ণ ‘কার্বন বেসিন’, যা হাজার হাজার কোটি টন কার্বন ধারণ করে আছে।
এদিকে, দক্ষিণ আমেরিকার বৃষ্টিপাতের ওপরও অ্যামাজনের আর্দ্রতার বড় প্রভাব রয়েছে। তাই অ্যামাজনে যে কোনো ধরনের ধ্বংসযজ্ঞ শুধু বনের জন্য নয়, গোটা মানবজাতির জন্যেই বড় বিপর্যয় ডেকে আনবে।