“বেইজিং নিশ্চিতভাবেই ‘গুরুত্বপূর্ণ মার্কিন অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুতে’ সাইবার আক্রমণ পরিচালনার বিষয়টি বিবেচনায় রাখবে।”
Published : 13 Jun 2023, 04:46 PM
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষ হলে চীনা হ্যাকাররা দেশটির ‘পাইপলাইন ও রেলপথের’ মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোয় আক্রমণ চালাবে, তা মোটামুটি নিশ্চিত – এমনই সতর্কবার্তা দিলেন মার্কিন এক জ্যেষ্ঠ সাইবার নিরাপত্তা কর্মকর্তা।
সোমবার ওয়াশিংটনভিত্তিক অলাভজনক সংস্থা ‘অ্যাসপেন ইনস্টিটিউট’-এর এক আয়োজনে মন্তব্য করতে গিয়ে মার্কিন সংস্থা ‘সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি (এসইসি)’র পরিচালক জেন ইস্টারলি বলেন, মার্কিন অবকাঠামোতে নাশকতা ঘটাতে ‘বড় বিনিয়োগ’ করেছে বেইজিং।
“আমি মনে করি, এটাই সত্যিকারের হুমকি। এর জন্য আমাদের প্রস্তুত থাকার পাশাপাশি এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।” – উপস্থিত শ্রোতাদের বলেন তিনি।
তিনি সতর্কবার্তা দিয়েছেন, বেইজিংয়ের হ্যাকাররা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে সত্যিকারের জগতে ক্ষতি করবে, এমন ঝুঁকির মোকাবেলায় মার্কিন নাগরিকদের প্রস্তুত থাকতে হবে।
“চীনের সরকারি লোকদের ভয়ঙ্কর হুমকির ধরন ও তাদের সামর্থ্যের আকার ও তারা এই প্রচেষ্টায় কতোটা অর্থ ঢেলেছে, ওই বিষয়গুলো বিবেচনায় নিয়ে বলতেই হচ্ছে, আমাদের দিক থেকে প্রতিরোধের কাজটি খুবই কঠিন হবে।”
এই সতর্কবার্তা সম্পর্কে রয়টার্স ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক সাড়া মেলেনি।
‘ভোল্ট টাইফুন’ নামে পরিচিত এক চীনা হ্যাকার দল নিয়ে প্রশ্ন ওঠার পরপরই ইস্টারলি’র এ মন্তব্য এল। রাজনৈতিক সংঘাত চলাকালে বিভিন্ন ধ্বংসাত্মক সাইবার আক্রমণ চেষ্টা চালানোর অভিযোগ দলটির বিরুদ্ধে তুলেছেন মার্কিন কর্মকর্তারা ও দেশটির বিভিন্ন সাইবার নিরাপত্তা সংস্থা।
এ বছরের শুরুতে বিভিন্ন মার্কিন গোয়েন্দা দলের জারি করা এক সতর্কবার্তারই প্রতিধ্বনি ছিল ইস্টারলি’র বক্তব্যে। নিজেদের বার্ষিক হুমকি মূল্যায়নপত্রে সংস্থাগুলো বলেছে, ‘বেইজিং নিশ্চিতভাবেই ‘গুরুত্বপূর্ণ মার্কিন অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুতে’ সাইবার আক্রমণ পরিচালনার বিষয়টি বিবেচনায় রাখবে’। আর চীনের নীতিনির্ধারকরাও বিশ্বাস করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় একটি যুদ্ধ অনিবার্য।