কোনো ব্যবহারকারী যদি বিপজ্জনক পরিস্থিতিতে পড়েন তবে তারা আসলে কাকে মেসেজ পাঠাচ্ছেন সেটি যাচাই করতে সাহায্য করবে এ টুল।
Published : 01 Dec 2024, 04:53 PM
কখনও মেসেজ পাঠাতে গিয়ে এমন মনে হয়েছে, যাকে টেক্সট করছেন ফোনের অপর পাশে আসলেই সেই ব্যক্তি আছেন কিনা? এর সমাধান দিতেই আইওএস ১৭.২-এর সঙ্গে অ্যাপল ‘কন্টাক্ট কি ভেরিফিকেশন’ নামের একটি বহুল প্রতীক্ষিত সিকিউরিটি টুল প্রকাশ করে। টুলটির সহজ কাজ হল ফোনের অপর পাশে থাকা মানুষটিকে যাচাই করা।
কোনো সাংবাদিক, অধিকার কর্মী বা সরকারি কর্মকর্তা যদি বিপজ্জনক পরিস্থিতিতে পড়েন তবে এ টুলটি সাহায্য করবে এটি যাচাই করতে যে তারা আসলে কাকে মেসেজ পাঠাচ্ছেন। এ কথা ২০২২ সালের ডিসেম্বরে টুল প্রকাশের আগে বলেছিল অ্যাপল।
ফিচারটি কীভাবে ব্যবহার করবেন সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।
কীভাবে ‘কন্টাক্ট কি ভেরিফিকেশন’ চালু করবনে?
প্রথমে সেটিংস অ্যাপ চালু করুন। স্ক্রিনের ওপর দিকে নিজের অ্যাপল আইডি’র ওপরে চাপুন।
পরের স্ক্রিনের নিচের দিকে ‘কন্টাক্ট কি ভেরিফিকেশন’ অপশন বেছে নিন। এরপর, ‘ভেরিফিকেশন ইন আইমেসেজ’ লেখার পাশের সুইচটি চালু করুন।
পরের স্ক্রিনে কন্টাক্ট কি ভেরিফিকেশন কী তার ব্যাখ্যা আসবে। এখানে কন্টিনিউ অপশনে চাপুন।
ডিভাইস আপ-টু-ডেইট না থাকলে, আরেকটি স্ক্রিন আসতে পারে যেখানে ডিভাইস আপডেটের অনুরোধ করা হবে।
নিজের ও অন্যদের পরিচয় যাচাই করুন
ফিচারটি চালু করার পর, কন্টাক্ট কি ভেরিফিকেশন মেনুতে ‘শো পাবলিক ভেরিফিকেশন কোড’ নামের একটি নতুন অপশন আসবে। এ অপশনে চাপলে কিছু অক্ষর, সংখ্যা ও বিভিন্ন চিহ্ন দেখতে পারবেন। এসব কোডের মাধ্যমেই মেসেজ করা ব্যক্তির আসল পরিচয় যাচাই করতে পারবেন।
এরপর, নিজের কোডের নিচে থেকে ‘কপি ভেরিফিকেশন কোড’ অপশনে চাপুন। নিজের কোড যেখানে শেয়ার করতে চান সেখানে পেস্ট করে দিন, কোনো মেসেজে বা অনলাইনে৷ এখন অন্যরা যাচাই করতে পারবে যে তারা এই কোডের ব্যবহারকারীকেই মেসেজ করছে। একইভাবে, কোনো বন্ধু বা সহকর্মীর কোডের সঙ্গে যদি ফোনের কোড না মেলে তবে বুঝতে হবে সঠিক ব্যক্তির সঙ্গে কথা বলছেন না।
মেসেজেই কোড তৈরি করা
কেউ চাইলে সরাসরি মেসেজ অপশন থেকেই কোড তৈরি করতে পারবেন। তবে, এর জন্য দুপাশের ব্যক্তির ফোনেই কন্টাক্ট কি ভেরিফিকেশন চালু থাকতে হবে।
প্রথমে মেসেজেস অ্যাপ চালু করুন। নতুন কথোপকথন চালু করুন কিংবা আগের একটি বেছে নিন।
পরের স্ক্রিনের ওপরে ওই ব্যক্তির নামে চাপুন। এরপরে স্ক্রিনের নিচে ‘ভেরিফাই কন্টাক্ট’ অপশনে চাপুন।
এ পর্যায়ে উভয় ডিভাইসে জেনারেট হওয়া কোড মিলিয়ে দেখুন। কোড মিলে গেলে ‘মার্ক ভেরিফাইড’ অপশনে চাপুন, ও পরের স্ক্রিনে ‘আপডেট’ অপশন বেছে নিন। এখন ওই ব্যক্তির কন্টাক্ট-এ কোডের পাশাপাশি একটি টিক চিহ্ন যুক্ত হয়ে যাবে।
এখানে কোড না মিললে সম্ভবত সঠিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছেন না। সঠিক পিরচয় যাচাই না করা অবধি চ্যাটিং বন্ধ রাখাই ভালো বলে প্রতিবেদনে লিখেছে সিনেট।