ডিভাইসটি উন্মোচনের জন্য কোনও ইভেন্ট আয়োজন করবে না অ্যাপল। কেবল নিজেদের ওয়েবসাইটে আইফোনটির বিক্রি শুরু করবে তারা।
Published : 09 Feb 2025, 04:48 PM
আইফোন এসই-এর জোড় গুঞ্জন চলে আসছিল কয়েক বছর ধরেই। অবশেষে গুজবই সত্যি হচ্ছে। আগামী সপ্তাহে ৪ ইঞ্চি পর্দার ছোট আকারের নতুন আইফোন এসই উন্মোচন করবে কোম্পানিটি।
ছোট আকারের ফোন ব্যবহার করতে যারা পছন্দ করেন, মুলত তাদের কথা চিন্তা করে এ আইফোনটি তৈরি করেছে মার্কিন এই টেক জায়ান্ট।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, আগামী সপ্তাহে নিজেদের সর্বশেষ এই কম দামের আইফোনের মডেলটির ঘোষণা দেবে অ্যাপল এবং এর বিক্রি শুরু হবে এই মাসেরই শেষ দিক থেকে।
২০২২ সালেই আইফোন এসই ২০২২ উন্মোচন করে কোম্পানিটি। সে ইভেন্টের প্রধান আকর্ষণ ছিল এ ফোনটিই।
নিজেদের ডায়নামিক আইল্যান্ড ডিজাইনের জন্য অ্যাপলের সর্বশেষ বিভিন্ন ফোনের পর্দার ওপরের দিকে থাকা ক্যামেরা নচ সরিয়ে দিলেও আসন্ন আইফোন এসই-এ এই ক্যামেরা নচ থাকবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
ধারণা করা হচ্ছে, ফোনটিকে ইউএসবি সি পোর্ট থাকবে, যার ফলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ফোনটি বিক্রির অনুমতি মিলবে অ্যাপলের। আইন অনুসারে, ইইউভুক্ত দেশে সব ধরনের মোবাইল ডিভাইসে ইউএসবি সি চার্জিং পোর্ট বাধ্যতামূলক।
গত বছরের শেষ দিকে ইইউ’র এই নিয়ম কার্যকর হওয়ার পর এসব দেশে অ্যাপলকে ২০২২ সংস্করণের এসই ফোন ও আইফোন ১৪ বিক্রি বন্ধ করতে হয়েছিল বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
এর আগে ব্লুমবার্গ বলেছে, নতুন আইফোন এসই হবে অ্যাপলের প্রথম ডিভাইস, যাতে কোম্পানির তৈরি নিজস্ব সেলুলার মডেম থাকবে। আগে এ ফোনগুলোয় কোয়ালকমের চিপ ব্যবহার করে আসছিল অ্যাপল।
ধারণা করা হচ্ছে, ফোনটিতে ফেইস আইডি ও অ্যাপল ইন্টেলিজেন্সও থাকবে, যা কোম্পানির এ১৮ চিপের কারণে সম্ভব হয়েছে।
এদিকে, ডিভাইসটি উন্মোচনের জন্য কোনও ইভেন্ট আয়োজন করবে না অ্যাপল। কেবল নিজেদের ওয়েবসাইটে আইফোনটির বিক্রি শুরু করবে তারা। প্রবর্তনের সময় অর্থাৎ দুই বছর আগে ফোনটির দাম ছিল ৪২৯ ডলার। তবে আধুনিক স্পেসিফিকেশন’সহ বর্তমানে এর দাম কিছুটা বেশি পড়তে পারে।