কম খরচের ও বিজ্ঞাপনওয়ালা নিজেদের নতুন সাবসক্রিপশন পরিষেবায় গ্রাহকদের আকৃষ্ট করতে চায় কোম্পানিটি। এ কারণেই অ্যাপে দর্শকদের ব্যয় করা সময় বাড়াতে চাইছে তারা।
Published : 07 Jun 2024, 02:35 PM
নিজেদের টেলিভিশন অ্যাপে এক দশকের সবচেয়ে বড় পুনর্গঠন পরীক্ষামূলকভাবে চালু করেছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স।
বৃহস্পতিবার চালু হওয়া এসব পরিবর্তনের ফলে দর্শকরা যে কনটেন্ট দেখতে চান, সে বিষয়ে আরও দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।
কম খরচের ও বিজ্ঞাপনওয়ালা নিজেদের নতুন সাবসক্রিপশন পরিষেবায় গ্রাহকদের আকৃষ্ট করতে চায় কোম্পানিটি। এ কারণেই অ্যাপে দর্শকদের ব্যয় করা সময় বাড়াতে চাইছে তারা।
কোম্পানির গবেষণায় উঠে এসেছে, নিজেদের পছন্দের শিরোনাম খোঁজার সময় অ্যাপটির হোম স্ক্রিনের বিভিন্ন অংশের দিকে তাকান দর্শকরা। নেটফ্লিক্সের শীর্ষ কর্মকর্তা প্যাট ফ্লেমিংয়ের ভাষায় এটি ‘চোখের জিমনাস্টিকস’।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লেমিং বলেন, কনটেন্টের সারি থেকে, দিনের শীর্ষ বাছাই, বক্স আর্ট, ভিডিও ও সিপনোসিসের মতো বিভিন্ন বিভাগে দর্শকদের চোখ ঘুরে বেড়ায়।
“আমরা এই বিষয়টিকেই আরও সহজ করতে চেয়েছি।”
হোম পেইজের পরিবর্তনের মধ্যে রয়েছে, টাইটেল বা শিরোনাম বড় করা, নির্দিষ্ট কনটেন্ট-এর তথ্য পুনর্গঠন করা। পাশাপাশি, সহজে পড়ার মতো খবর হাইলাইট করা; উদাহরণন হিসেবে, ‘একটি মুভি বা সিরিজ শীর্ষ দশে আট সপ্তাহ কাটিয়েছে।’
বিশ্বব্যাপী অন্তত ২৭ কোটি নেটফ্লিক্স গ্রাহক বৃহস্পতিবার থেকে শুরু হওয়া নতুন এ ফরম্যাট দেখতে পাবেন। আরও বিস্তৃতভাবে এটি চালু করার আগে কোম্পানিটি গ্রাহকদের প্রতিক্রিয়া নেবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
পাশাপাশি, নেটফ্লিক্স টিভি অ্যাপেরর মেনু বোতামটি স্ক্রিনের বাম দিক থেকে ওপরের দিকে সরানো হয়েছে। এ ছাড়া, একটি নতুন ‘মাই নেটফ্লিক্স’ ট্যাব যোগ করেছে কোম্পানিটি। ব্যবহারকারী দেখা শুরু করে শেষ করেননি, এমন সিরিজ বা মুভি পরবর্তীতে আবার দেখার জন্য সংরক্ষণ করা থাকবে এ ট্যাবে।
তবে, নেটফ্লিক্স প্রতিটি ব্যবহারকারীকে ব্যক্তিগত রেকমেন্ডেশন বা পরামর্শ দিতে থাকবে। পরিবর্তনের অংশ হিসেবে নিজেদের রেকমেন্ডেশন অ্যালগরিদমে কোম্পানিটি কোনও পরিবর্তন করছে না বলে জানিয়েছেন ফ্লেমিং।