এ প্রযুক্তিতে একটি রোবটিক বাহু দাঁতের চিকিৎসা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ৩ডি ইমেজিংয়ের সহায়তা নিয়েছে।
Published : 06 Aug 2024, 04:11 PM
মানুষের ওপর পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে দাঁতের অস্ত্রোপচার সম্পন্ন করেছে এক রোবট, যা বিশ্বে প্রথম এমন ঘটনা।
এ প্রযুক্তিতে একটি রোবটিক বাহু দাঁতের চিকিৎসা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ৩ডি ইমেজিংয়ের সহায়তা নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।
এর নির্মাতা যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি পারসেপটিভ বলছে, তাদের এ প্রযুক্তির লক্ষ্য হল, আগের চেয়ে দ্রুত ও নির্ভুলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা, যার মধ্যে রয়েছে দাঁতের ফিলিং ও ক্রাউনের চিকিৎসা।
কোম্পানির প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা ড. ক্রিস সিরিয়েলো বলেছেন, “এ যুগান্তকারী উদ্ভাবন দাঁতের চিকিৎসায় নির্ভুলতা ও কার্যকারিতার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে।”
মেটা প্রধান মার্ক জাকারবার্গের বাবা এডওয়ার্ড জাকারবার্গের কাছ থেকেও তিন কোটি ডলারের অনুদান পেয়েছে কোম্পানিটি, যিনি নিজেও পেশায় একজন ডেন্টিস্ট।
কোম্পানির দাবি, এ ডিভাইসের মাধ্যমে ভবিষ্যতে দাঁতের ক্রাউন বসানোর প্রক্রিয়াটি মাত্র ১৫ মিনিটেই সম্পন্ন করার সম্ভাবনা আছে।
সে তুলনায় প্রচলিত প্রক্রিয়ায় রোগীকে ডেন্টিস্টের কাছে দুই ঘণ্টা পর্যন্ত সময় কাটাতে হয়।
এ প্রক্রিয়ার একাংশ শুরু হয় রোগীর দাঁত ও মুখের ৩ডি স্ক্যানিং দিয়ে, যেখানে দাঁতের মাড়ির নিচের অংশের ছবি ধারণ করা হয়।
রোবটিক ডিভাইসটি এখনও নির্মাণাধীন প্রক্রিয়ায় আছে।
যুক্তরাষ্ট্রে এখনও এর বিক্রি শুরু হয়নি, এমনকি মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)’র কাছ থেকেও চূড়ান্ত অনুমোদন পায়নি এটি।
তবে নির্মাতাদের দাবি, তাদের এ প্রযুক্তি অত্যন্ত নিরাপদ ও এটি ‘দন্ত চিকিৎসার প্রচলিত পদ্ধতিতে’ বড় পরিবর্তন আনবে।