দেশটির এ বহর ১৯৯০-এর দশকে পুরনরায় চালু হওয়ার পর থেকেই, বিভিন্ন কাজে সেকেলে ধাঁচের আট ইঞ্চি ফ্লপি ডিস্ক-এর ওপরে নির্ভর করছে।
Published : 13 Jul 2024, 03:24 PM
জার্মান নৌবাহিনীর সাবমেরিন খোঁজার জাহাজ বহরের জন্য দরকারি আপডেট প্রয়োজন। তবে, আপডেট বলতে এখানে ডিজিটাল উপায়ে তথ্য আপলোড বা সফটওয়্যার প্যাচের কথা বলা হচ্ছে না।
দেশটির এ বহর ১৯৯০-এর দশকে পুরনরায় চালু হওয়ার পর থেকেই বিভিন্ন কাজে সেকেলে ধাঁচের আট ইঞ্চি ফ্লপি ডিস্ক-এর ওপরে নির্ভর করছে।
জার্মান নৌবাহিনী এখন তাদের ‘ব্রান্ডেনবার্গ ক্লাস এফ১২৩ ফ্রিগেট’ জাহাজ চালানোর জন্য বিশেষ প্রয়োজনীয় পুরানো ফ্লপি ডিস্ক সিস্টেমটি পাল্টানোর উপায় খোঁজার চেষ্টা করছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
তবে, ফ্লপি ডিস্ক সিস্টেম প্রতিস্থাপন করা এত সহজ কাজ হবে না। কারণ, এ ডিস্কগুলো জাহাজের বায়ুপ্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুইডেনভিত্তিক মহাকাশ ও প্রতিরক্ষা কোম্পানি সাব ২০২১ সাল থেকে জার্মানির এফ১২৩ ফ্রিগেট বহরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। বিভিন্ন সাবমেরিন শনাক্ত ও শিকার করার জন্য ফ্রিগেটগুলো নকশা করা হয়েছে। ফলে, তারা এ বহরের অস্ত্র ও অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থাও উন্নত করতে যাচ্ছে।
পুরানো কম্পিউটার স্টোরেজ ব্যবস্থায় ফ্লপি ডিস্কের ব্যবহার কমে যাওয়ার পরেও অনেক সরকারি প্রতিষ্ঠান ও প্রোগ্রামে কয়েক দশক ধরে ফ্লপি ডিস্ক সিস্টেম রয়েছে।
জাপানের ডিজিটাল এজেন্সি জুলাই মাসের শুরুতে ঘোষণা করেছে, সরকরি ব্যবস্থা থেকে ফ্লপি ডিস্ককে বিদায় বলছে তারা।