বর্তমানে যেসব প্রচলিত পুনর্ব্যবহারযোগ্য পদ্ধতি রয়েছে তা এর ব্যবহার ও নির্গমণ প্রক্রিয়ার ফলে পরিবেশের জন্য ক্ষতির কারণ হতে পারে।
Published : 15 Mar 2025, 02:19 PM
পুরানো ব্যাটারি কোষ থেকে প্রায় শতভাগ লিথিয়াম বের করে তা পুনরায় ব্যবহারের জন্য নতুন এক উপায় উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা।
এ নতুন উদ্ভাবনটি তৈরি করেছে চীনা গবেষকদের একটি দল। তারা বলেছেন, পুরনো স্মার্টফোন ও বিদ্যুচ্চালিত গাড়ি থেকে নির্গত ই-বর্জ্য মোকাবেলায় জরুরি প্রয়োজন মেটাতে পরিবেশবান্ধব এ পদ্ধতিটি সাহায্য করতে পারে।
এই উদ্ভাবনে একটি ব্যাটারি থেকে লিথিয়াম, নিকেল, কোবাল্ট ও ম্যাঙ্গানিজ ভেঙে ফেলার জন্য অতি ক্ষুদ্র বা মাইক্রো ব্যাটারি ব্যবহার করেছেন গবেষকরা। এরপর তা থেকে ধাতু বের করার জন্য তারা ব্যবহার করেছেন অ্যামাইনো অ্যাসিড।
এ প্রক্রিয়ায় অ্যামাইনো অ্যাসিড হিসাবে গ্লাইসিনের ব্যবহার করেছেন গবেষকরা, যা পরিবেশবান্ধব ও পরিবেশে রাসায়নিক উপাদান না ছড়ানোর পাশাপাশি বিষাক্ত কোনো উপজাতও তৈরি করে না।
গবেষকরা বলছেন, নতুন উন্নত এই উদ্ভাবনটি কেবল ১৫ মিনিটের মধ্যে পুরনো ব্যাটারি থেকে ৯৯.৯৯ শতাংশ লিথিয়াম, ৯৬.৮ শতাংশ নিকেল, ৯২.৩৫ শতাংশ কোবাল্ট ও ৯০.৫৯ শতাংশ ম্যাঙ্গানিজ উদ্ধার করতে পারে।
এই সাফল্য এসেছে চীনের চাংশার ‘সেন্ট্রাল সাউথ ইউনিভার্সিটি’, ‘গুইঝো নরমাল ইউনিভার্সিটি’ ও ‘ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ সেন্টার অফ অ্যাডভান্সড এনার্জি স্টোরেজ ম্যাটেরিয়ালস-এর যৌথ উদ্যোগে।
স্মার্টফোন ও ল্যাপটপের মতো ভোক্তা ইলেকট্রনিক্সের ব্যাপক চাহিদার পাশাপাশি অটোমোটিভ শিল্পের চার্জিংয়ের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাটারি বর্জ্য একটি চলমান সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার কমিউনিকেশনস’-এ প্রকাশিত যুক্তরাষ্ট্রের ‘স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি’র সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, লিথিয়াম আয়ন ব্যাটারি পুনরায় ব্যহারের বিষয়টি খনিতে নতুন উপাদান চেয়ে খুঁজে পাওয়ার চেয়েও বেশি জরুরী।
বর্তমানে যেসব প্রচলিত পুনর্ব্যবহারযোগ্য পদ্ধতি রয়েছে তা পুরোপুরি পরিবেশবান্ধব নয়।
নতুন গবেষণায় এই ধরনের সমস্যা সমাধানের উপায় দিয়েছেন গবেষকরা, যেটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘অ্যাঞ্জেওয়ান্ডে কেমি ইন্টারন্যাশনাল এডিশন’-এ।