এ খবরটি এমন এক সময়ে এসেছে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমটি যুক্তরাষ্ট্রে টিকে থাকার লড়াইয়ে নামতে যাচ্ছে।
Published : 05 May 2024, 04:34 PM
গানের স্বত্ব নিয়ে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সঙ্গে বিরোধ নিষ্পত্তি করে নিজেদের প্ল্যাটফর্মে লাখ লাখ গান ফিরিয়ে আনছে টিকটক।
অর্থাৎ, এ প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা আবারও বিলি আইলিশ ও আরিয়ানা গ্রান্দেসহ জনপ্রিয় সব সংগীত শিল্পীর গান ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারবেন।
অর্থপ্রদান নিয়ে দ্বন্দ্বের ফলে এর আগে দুটি কোম্পানির মধ্যে অভিযোগ আদান প্রদান হয় এবং ইউনিভার্সাল টিকটক থেকে জনপ্রিয় তারকাদের গান সরিয়ে নেয়।
তবে, শিল্পীদের জন্য “উন্নত পারিশ্রমিক” ঘোষণায় সম্ভবত এ সমস্যা মিটতে চলেছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। যদিও কী পরিমাণ অর্থ লেনদেন হতে পারে তা প্রকাশ করেনি কেউ।
“টিকটক কিছু মূল বিষয় পরিবর্তন করতে রাজি হয়েছে।” – বিবিসির দেখা এক ইমেইলে বলেছেন ইউনিভার্সালের সিইও স্যার লুসিয়ান গ্রেঞ্জ। ইমেইলটি তিনি লিখেছিলেন কর্মীদের উদ্দেশ্যে।
“নতুন চুক্তির অধীনে শিল্পী এবং গীতিকারদের ক্ষতিপূরণ টিকটকের সঙ্গে আমাদের আগের চুক্তির চেয়ে বেশি হবে।” – লিখেছেন তিনি।
ইউনিভার্সালের সংগীত টিকটকে ফিরিয়ে দেওয়ার জন্য দ্রুত কাজ করছে বলে জানিয়েছে কোম্পানি দুটি। পুরো প্রক্রিয়াটি দুই সপ্তাহেরও কম সময় নেবে বলে প্রতিবেদনে উল্লখ করেছে বিবিসি। এ প্রক্রিয়ায় পূর্বে ‘মিউট’ হয়ে যাওয়া ভিডিওগুলোয় অডিও ফিরিয়ে দেওয়ার বিষয়টিও থাকবে।
এরইমধ্যে ইউএমজি’র লেবেলের সম্ভাব্য সবচেয়ে বড় ও জনপ্রিয় শিল্পী মার্কিন পপ তারকা টেইলর সুইফট নিজের গান টিকটকে ফিরিয়ে দিতে আলাদাভাবে রাজি হয়েছিলেন। তিনি নিজেই তার গানের স্বত্বধিকারী হওয়ায় এ চুক্তিটি করতে পারেন বলে লিখেছে বিবিসি।
“সংগীত হল টিকটক ইকোসিস্টেমের অবিচ্ছেদ্য অংশ এবং আমরা ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সঙ্গে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেয়ে আনন্দিত,” – বলেছেন টিকটকের সিইও শউ জি চিউ।
এ খবরটি এমন এক সময়ে এল যখন সামাজিক যোগাযোগ মাধ্যমটি যুক্তরাষ্ট্রে টিকে থাকার লড়াইয়ে নামতে যাচ্ছে। সেখানে অ্যাপটি বিক্রি বা নিষিদ্ধ হতে পারে এমন এক আইনকে আদালতে চ্যালঞ্জ ছুড়তে যাচ্ছে কোম্পানিটি।
বেশি অর্থ, কম এআই
এ নিষ্পত্তির ফলে প্ল্যাটফর্মে ফিরে আসা অন্যতম বড় দুই তারকা হলেন কানাডীয় শিল্পী ড্রেক ও দ্য উইকেন্ড। ২০২৩ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কারণে ঝামেলায় পড়েছিলেন তারা।
তাদের কণ্ঠস্বর নকল করতে একটি গানে ব্যবহার করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি, যা ভাইরাল হয় টিকটকে। গানটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার আগে দেড় কোটি বার দেখা হয় সেটি। এ বিষয়টি কপিরাইট আইন লঙ্ঘন করেছে বলে সে সময়ে বলেছিল ইউনিভার্সাল মিউজিক গ্রুপ।
যে চুক্তিটি তাদের ফিরিয়ে আনছে, সেটিকে এআই বিষয়ে এ “খাতের শীর্ষ সুরক্ষা ব্যবস্থা” বলছে কোম্পানি দুটো।
প্রযুক্তির ছড়াছড়ির মুখে, মানুষের তৈরি শিল্পকে রক্ষা করতে তারা একসঙ্গে কাজ করবে বলে এক বিবৃতিতে বলেছে টিকটক ও ইউনিভার্সাল।
“প্ল্যাটফর্ম থেকে অননুমোদিত এআইয়ের তৈরি সংগীত সরানোর পাশাপাশি শিল্পী ও গীতিকারদের গুণাবলী উন্নত করার জন্য বিভিন্ন টুল আনতে ইউনিভার্সালের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ টিকটক।” – বলেছে কোম্পানিটি।
এ ছাড়া, স্যার লুসিয়ান বলেছেন, এ চুক্তির মাধ্যমেই এআইয়ের তৈরি ‘ভুয়া’ শিল্পীদের গান সরানো হতে পারে।
“এ আইয়ের তৈরি কনটেন্ট শিল্পীদের রয়্যালটি বা আয় ব্যাপকভাবে কমিয়ে দেবে। আমাদের খোলা চিঠিতে প্রকাশ করা প্রাথমিক এ উদ্বেগ নিয়ে টিকটক কাজ করবে।” – বলেন তিনি।
পাশাপাশি, এআইয়ের প্রশিক্ষণে অনুমতি ছাড়া গান ব্যবহারের বিষয়েও প্ল্যাটফর্মটি প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান তিনি। আর ইউনিভার্সালের এ কাজকে সমর্থন করার জন্য সংগীত শিল্পীদের ধন্যবাদ জানা বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
দুই কোম্পানি যে প্রতিশ্রুতি দিয়েছে তা উদ্বেগের পুরোপুরি সমাধান করবে কিনা সেটিই এখন দেখার বিষয়।