কেউ ফেইসবুক প্রোফাইল থেকে ছবি, ভিডিও বা অন্য কোনো পোস্ট মুছে ফেললে, তা সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায় না।
Published : 03 Sep 2024, 03:06 PM
ভুল করে ফেইসবুকে দেওয়া পোস্ট ‘ডিলিট’ করে ফেলেছেন? বা কোনো কারণে একটি পোস্ট মুছে ফেলেছিলেন, যেটি আবার ফিরিয়ে আনতে চান? চিন্তার কিছু নেই, খুব বেশি দেরি না করলে পোস্ট ফিরিয়ে আনার উপায় আছে।
কেউ ফেইসবুক প্রোফাইল থেকে ছবি, ভিডিও বা অন্য কোনো পোস্ট মুছে ফেললে, তা সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায় না। এর পরিবর্তে, সেটি রিসাইকল বিনে পাঠানো হয়, সেখানে ৩০ দিনের জন্য সংরক্ষিত থাকে।
৩০ দিন পার হয়ে গেলে ফেইসবুক স্থায়ীভাবে নিজেদের সার্ভার থেকে পোস্টটি ডিলিট করে ফেলে যা আর ফেরত পাওয়ার উপায় থাকে না। অর্থাৎ কেবল সেই পোস্টগুলোই পুনরুদ্ধার করতে পারবেন যা মুছে ফেলার পর এক মাস পেরোয়নি।
মুছে যাওয়া পোস্ট ফিরিয়ে আনার বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট হাও-টু গিক। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
ফেইসবুক অ্যাপে
প্রথমে ফেইসবুক অ্যাপটি চালু করুন। স্ক্রিনের ওপরে ডান কোণায় তিনটি দাগের ওপর চাপুন। সেখান থেকে নিজের প্রোফাইল ছবি বা নামের ওপরে চাপুন।
প্রোফাইলে গিয়ে ‘থ্রি ডট’ আইকনে চাপুন। পপ-আপ মেনুত তালিকা থেকে ‘আর্কাইভ’ অপশনটি বেছে নিন।
এরপর, ‘ট্র্যাশ’ বা ‘রিসাইকল বিন’ অপশনে চাপুন। যে পোস্ট টাইমলাইনে ফিরিয়ে নিতে চান সেটি বেছে নিন এবং ‘রিস্টোর’ বোতামে চাপুন।
আরও একবার ‘রিস্টোর’ চেপে নিশ্চিত করুন। ব্যাস, এবার বেছে নেওয়ার পোস্টটি প্রোফাইলে ফিরে যাবে।
পিসি বা ওয়েব থেকে
প্রথমে ব্রাউজার চালু করে ফেইসবুক অ্যাকাউন্টে লগইন করুন। ওপরের ডান কোণায় নিজের প্রোফাইল ছবির ওপর ক্লিক করুন এবং মেনু থেকে নিজের প্রোফাইল বেছে নিন।
এবার পপ-আপ মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনটি বেছে নিন। সেখান থেকে অ্যাকটিভিটি লগ বেছে নিন।
বাম দিকের সাইডবার থেকে ‘ট্র্যাশ’ বা ‘রিসাইকল বিন’ বেছে নিন। এরপর যে পোস্ট পুনরুদ্ধার করতে চান সেটি খুঁজে বের করুন এবং ‘রিস্টোর’ অপশনে চাপুন।
নিশ্চিত করার পপ-আপ এলে আবার রিস্টোর অপশনে ক্লিক করুন।
এবার পুনরুদ্ধার করা পোস্ট প্রোফাইলে চলে যাবে। প্রথমে পোস্টটি করার সময় ব্যবহারকারীর বেছে নেওয়া দর্শকরা দেখতে পারবেন৷