প্রাচীন রোম থেকেই মাকড়সার জালের রেশম ব্যবহার করা হয়েছে বিভিন্ন ক্ষতের চিকিৎসায়। তবে বর্তমান চিকিৎসা ব্যবস্থায় এর ব্যবহারের পরিধি খুব একটা বড় নয়।
Published : 26 Sep 2024, 12:49 PM
সম্প্রতি মাকড়সার কৃত্রিম ওয়েব সিল্ক বা জালের রেশম তৈরি করেছেন বিজ্ঞানীরা, যা দীর্ঘমেয়াদী ক্ষতের চিকিৎসার জন্য অতি-শক্তিশালী ব্যান্ডেজ তৈরিতে ব্যবহার করা যেতে পারে বলে দাবি তাদের।
চীনের ‘নানজিং টেক ইউনিভার্সিটি’র গবেষকদের মাধ্যমে তৈরি এসব ‘সিল্কেন বা রেশমের ব্যান্ডেজ’ থ্রিডি প্রিন্টিং সেটআপ ব্যবহার করে সহজেই ঘোরানো যায়। পাশাপাশি নির্দিষ্ট কোনো কোনো শারীরিক চিকিৎসায় পরিস্থিতির উন্নতির জন্যও এই পদ্ধতিটি যথেষ্ট নির্ভরযোগ্য।
গবেষণা দলটি একটি ‘ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ’ ও ডায়াবেটিসের কারণে হওয়া দীর্ঘমেয়াদী ক্ষত রয়েছে এমন ইঁদুরের উপর এই অভিনব ক্ষত ড্রেসিং পদ্ধতিটি পরীক্ষা করেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
গবেষকরা বলেছেন, “নতুন এসব সিল্কেন বা রেশমের ব্যান্ডেজ জৈব সামঞ্জস্যপূর্ণ বা জীবিত টিস্যুর জন্য ক্ষতিকর নয় ও বায়োডিগ্রেডএবল।”
“আমাদের অনুমান, সঠিক ধরনের বুননের উপর ভিত্তি করে কৃত্রিম মাকড়সার এসব ওয়েব সিল্ক বা রেশম পরবর্তী প্রজন্মের বিভিন্ন স্মার্ট উপাদান তৈরিতে ও প্রয়োজনে এর ভিন্ন রূপ দিতে এটি সম্ভাবনার দ্বার খুলে দেবে।”
প্রাচীন রোম থেকেই মাকড়সার জালের রেশম ব্যবহার করা হয়েছে বিভিন্ন ক্ষতের চিকিৎসায়। তবে বর্তমান চিকিৎসা ব্যবস্থায় এর ব্যবহারের পরিধি খুব একটা বড় নয়।
রেশম পোকা থেকে রেশম পাওয়ার বদলে আরাকনিড বা অমেরুদণ্ডী প্রাণীদের প্রকৃতিগত কারণে মাকড়সার জাল থেকে রেশম সংগ্রহ করার বিষয়টি খুব কঠিন। বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘সেল’-এ প্রকাশিত ২০২১ সালের একটি গবেষণায় উঠে এসেছে, প্রাকৃতিকভাবে উৎপাদিত মাকড়সার রেশমের ব্যবহার পরিবেশে ব্যাকটেরিয়া দূষণের ঝুঁকিও বাড়ায়।
“মাকড়সার রেশম সবসময়ই জনপ্রিয় ও এর একটি পৌরাণিক গুরুত্বও রয়েছে,” বলেছেন ‘আরহাস ইউনিভার্সিটি’র অধ্যাপক ট্রিন বিল্ডে।
এ গবেষণাটি ‘ওভারএক্সপ্রেসড আর্টিফিশিয়াল স্পাইড্রয়েন বেজড মাইক্রোনিডল স্পিনারেট ফর থ্রিডি এয়ার স্পিনিং অফ হাইব্রিড স্পাইডার সিল্ক’ শিরোনামে প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘আমেরিকান কেমিক্যাল সোসাইটি’-তে।