ডিজিটাল মুদ্রার এ উত্থান শুরু হয় ডনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর, কারণ তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়েও ক্রিপ্টো বান্ধব শাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
Published : 05 Dec 2024, 02:24 PM
ক্রমেই ওপরে উঠছে বিয়কয়েনের দাম। এবার এক লাখ ডলারের মাইলফলকে পৌছাল এ ডিজিটাল মূদ্রা।
বুধবারের মাইলফলকের পর গত ২৪ ঘণ্টায় বিটকয়েনের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।
ডিজিটাল মুদ্রার এ উত্থান শুরু হয় ডনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর, কারণ তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়েও ক্রিপ্টো বান্ধব শাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বুধবার, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসাবে একজন ক্রিপ্টো প্রবক্তা পল অ্যাটকিনসকে নির্বাচিত করেছেন নব নির্বাচিত এ প্রেসিডেন্ট।
অন্যদিকে, বাইডেনের অধীনে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কয়েনবেইসের মতো ক্রিপ্টো এক্সচেঞ্জের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। সংস্থাটি দাবি করে প্ল্যাটফর্মটির মাধ্যমে বিক্রি হওয়া কিছু ক্রিপ্টো টোকেন আসলে অনিবন্ধিত ছিল।
সিএনবিসির প্রতিবেদন অনুসারে, মার্কিন নির্বাচনের সময় ক্রিপ্টো খাত থেকে অনুদান এসেছে অন্তত ২৪ কোটি ৫০ লাখ ডলার।
রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের ক্রিপ্টো বান্ধব অবস্থানের কারণে, ছোট ব্যবসাগুলো নিজেদের বিনিয়োগ নগদ থেকে ডিজিটাল মুদ্রায় স্থানান্তর করছে।
মার্কিন নির্বাচনের দিন থেকে এ পর্যন্ত বিটকয়েনের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে, এবং গোটা বছরে এ মূল্য দ্বিগুণেরও বেশি হয়েছে বলে লিখেছে টেকক্রাঞ্চ।