এনভিডিয়ার এই বিশাল উত্থান পুজিবাজারকে চাঙ্গা করেছে ও কোম্পানিটির শেয়ার সাম্প্রতিক মাসগুলোতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে।
Published : 27 Oct 2024, 07:32 PM
আবারও বাজার মূল্যের রেকর্ড ছুঁয়ে অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির তকমা পেল মার্কিন চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া।
লন্ডন স্টক এক্সচেঞ্জ বা ‘এলএসইজি’র তথ্য অনুসারে, শুক্রবার এনভিডিয়ার শেয়ার বাজার মূল্য অল্প সময়ের জন্য ৩ লাখ ৫৩ হাজার কোটি ডলার ছুঁয়েছে, যা অ্যাপলের ৩ লাখ ৫২ কোটি হাজার ডলারের চেয়ে সামান্য বেশি।
পরে অবশ্য শেয়ারের দাম শূন্য দশমিক আট শতাংশ কমায় এনভিডিয়ার বাজার মূল্য নেমে আসে ৩ লাখ ৪৭ হাজার কোটি ডলারে। অন্যদিকে অ্যাপলের স্টক শূন্য দশমিক চার শতাংশ বেড়ে অ্যাপলের বাজার মূল্য থেমেছে ৩ লাখ ৫২ হাজার কোটি ডলারে বলে প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।
এ বছরের জুনেও সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটকে ছাড়িয়ে কম সময়ের জন্য বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়ে ওঠে এনভিডিয়া। এই টেক ত্রয়ীর বাজার মূলধন বেশ কয়েক মাস ধরে পাল্লা দিয়ে চলছে। মাইক্রোসফটের স্টক শূন্য দশমিক আট শতাংশ বেড়ে বাজার মূল্য দাঁড়িয়েছে ৩ লাখ ১৮ হাজার কোটি ডলারে।
এআই কম্পিউটিংয়ে ব্যবহৃত চিপের প্রভাবশালী সরবরাহকারী ও উদীয়মান প্রযুক্তিতে আধিপত্য বিস্তারের জন্য মাইক্রোসফট, অ্যালফাবেট, মেটা ও অন্যান্য হেভিওয়েট প্রযুক্তি কোম্পানির মধ্যে প্রতিযোগিতায় সবচেয়ে বড় বিজয়ী হয়ে উঠেছে সিলিকন ভ্যালির এই চিপ নির্মাতা কোম্পানিটি।
১৯৯০ এর দশক থেকে ভিডিও গেইমের জন্য প্রসেসর ডিজাইনার হিসাবে পরিচিতি পায় এনভিডিয়া। এ বছর অক্টোবর মাসেই কোম্পানিটির শেয়ার মূল্য বেড়েছে প্রায় ১৮ শতাংশ।
“নিজেদের দৈনন্দিন কাজে অনেক কোম্পানিই বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে। ফলে এনভিডিয়ার চিপের চাহিদা প্রতিমুহূর্তে বাড়ছে,” বলেন ‘এজে বেল’-এর বিনিয়োগ পরিচালক রাস মোল্ড।
এদিকে নিজেদের স্মার্টফোনের চাহিদা কমে যাওয়ায় রীতিমতো হিমশিম খাচ্ছে অ্যাপল। তৃতীয় প্রান্তিকে চীনে আইফোন বিক্রি কমেছে ০.৩ শতাংশ। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী হুয়াওয়ের তৈরি ফোনের বিক্রি বেড়েছে ৪২ শতাংশ।
ট্রেড অ্যালার্টের তথ্য বলছে, এনভিডিয়ার এই বিশাল উত্থান পুজিবাজারকে চাঙ্গা করেছে ও কোম্পানিটির শেয়ার সাম্প্রতিক মাসগুলোতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে।
জেনারেটিভ এআইয়ের উত্থানের ফলে এই বছর এনভিডিয়ার শেয়ারমূল্য এখন পর্যন্ত প্রায় ১৯০ শতাংশ বেড়েছে।