হামলায় কোম্পানির অভ্যন্তরীণ প্রযুক্তি অবকাঠামো আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশনা দিয়েছে ব্রিটিশ দৈনিকটি।
Published : 22 Dec 2022, 01:16 PM
সাইবার হামলার শিকার হয়েছে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। হামলায় ‘পর্দার পেছনের সেবাগুলো’ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে সংবাদপত্রটি।
অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে গার্ডিয়ান জানিয়েছে, র্যানসমওয়্যার হামলার শিকার হয়েছে বলে ধারণা করছে তারা। মঙ্গলবার রাতের ওই হামলায় কোম্পানির অভ্যন্তরীণ প্রযুক্তি অবকাঠামো আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় কর্মীদের নিজের বাড়ি থেকে কাজ করার নির্দেশনা দিয়েছে কোম্পানিটি।
গার্ডিয়ানের অনলাইন সংস্করণ এখনও চালু আছে; নতুন সংবাদ প্রতিবেদন লেখা হচ্ছে এবং কোনো জটিলতা ছাড়াই তা ওয়েবসাইট এবং অ্যাপে প্রকাশিত হচ্ছে বলে জানিয়েছে কোম্পানিটি।
বৃহস্পতিবার সংবাদপত্রের ছাপানো সংস্করণ প্রকাশেও কোনো জটিলতা সৃষ্টি হবে না বলে আশাবাদী গার্ডিয়ান।
বিভিন্ন সময় আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংবাদমাধ্যমের ওপর সাইবার অপরাধী এবং রাষ্ট্রসমর্থিত হ্যকারদের হামলার ঘটনা নতুন কিছু নয়। তবে, এবারের ঘটনা একটি র্যানসমওয়্যার হামলা বলে ধারণা করছে গার্ডিয়ান কর্তৃপক্ষ।
এ ধরনের সাইবার হামলায় ভুক্তভোগীর কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করে গুরুত্বপূর্ণ ডেটা ও অবকাঠামো এনক্রিপ্ট করে ফেলে হ্যাকাররা। মুক্তিপণের অর্থ দিয়েই কেবল ডেটা ও অবকাঠামো উন্মুক্ত করার এনক্রিপশন কি পাওয়া যায়।
কোম্পানির কর্মীদের কাছে সাইবার হামলার শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দ্য গার্ডিয়ার মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহী অ্যানি বেইটসন এবং প্রধান সম্পাদক ক্যাথরিন ভিনার।
“আপনারা ইতোমধ্যেই জানেন যে একটি গুরুতর ঘটনায় গত ২৪ ঘণ্টা ধরে আমাদের তথ্যপ্রযুক্তি অবকাঠামো এবং নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ধারণা করছি যে এটি একটি র্যানসমওয়্যার হামলা, কিন্তু সকল সম্ভাবনাই বিবেচনায় রেখেছি আমরা।”
“আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বিশ্ববাজারে প্রকাশনা অব্যাহত রেখেছি। যদিও আমাদের অভ্যন্তরীণ সিস্টেমগুলোর কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা আত্মবিশ্বাসী যে কাল আমরা সংবাদপত্রের মুদ্রিত সংস্করণ প্রকাশ করতে পারব।”
এ পরিস্থিতিতে মহামারী চলাকালীন বাড়িতে বসে কাজ করার ধাঁচে কাজ অব্যহত রাখার কথা বলেছেন দ্য গার্ডিয়ানের শীর্ষ দুই কর্মকর্তা। নতুন কোনো নির্দশনা না আসলে সপ্তাহের শেষ পর্যন্ত বাড়ি থেকেই গার্ডিয়ানের সংবাদকর্মীদের কাজ করতে বলেছেন তারা।