মডেল ওয়াই প্রথমবারের মতো ২০২০ সালে বাজারে উন্মোচন করে টেসলা এবং ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে বিক্রিত গাড়ি হয়ে ওঠে এটি।
Published : 25 Jan 2025, 03:53 PM
চীনের বাজারে প্রথমবারের মতো চালুর কয়েক সপ্তাহ পর কোম্পানিটির বিক্রিত অন্যতম জনপ্রিয় বিদ্যুচ্চালিত গাড়ি মডেল ওয়াই’য়ের একটি দামি সংস্করণ যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বাজারে এনেছে টেসলা।
বৃহস্পতিবার মার্কিন ইভি গাড়ি নির্মাতা টেসলা’র ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতি অনুসারে, কোম্পানিটির ‘লং রেঞ্জ অল-হুইল ড্রাইভ’ শ্রণির এই নতুন সংস্করণের মডেল ওয়াই যুক্তরাষ্ট্রে কিনতে চাইলে এর দাম পড়বে ৫৯ হাজার ৯৯০ ডলার, যা এর পূর্বসূরীর চেয়ে ২৫ শতাংশ বেশি মূল্যের। এর আগের সংস্করণের দাম ছিল ৪৭ হাজার ৯৯০ ডলার।
এ নতুন ভেরিয়েন্টটি সম্পূর্ণ ‘সেলফ-ড্রাইভিং’ সফটওয়্যারের মাধ্যমে চলে, যা এর আগের মডেল ওয়াই গাড়িতে আট হাজার ডলারের বিনিময়ে সংযোজন করা যেত বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এসব নতুন গাড়ি যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বাজারে মার্চ মাস থেকে সরবরাহ শুরু করবে টেসলা।
রয়টার্স লিখেছে, এ নতুন গাড়ির মাধ্যমে টেসলা এখন যুক্তরাষ্ট্রে মডেল ওয়াইয়ের চারটি সংস্করণ আনল। যার মধ্যে এ নতুন গাড়িটির দাম সবচেয়ে বেশি, এমনকি এর পারফরম্যান্স ভেরিয়েন্টের চেয়েও বেশি।
টেসলা বলেছে, নতুন ভেরিয়েন্টটিতে গাড়ির বাইরের দিকের ডিজাইনে ও ভেতরে আপগ্রেডেট ফিচার এনেছে তারা। পাশাপাশি গাড়িটির বাড়তি রেঞ্জ রয়েছে ৫১৫ কিলোমিটার।
মডেল ওয়াই প্রথমবারের মতো ২০২০ সালে বাজারে উন্মোচন করে টেসলা এবং ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে বিক্রিত গাড়ি হয়ে ওঠে এটি।
তবে, চীনের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতার কারণে গত বছর পুরনো মডেলটি বিক্রির গতি কিছুটা হারিয়েছে। অন্যদিকে, অন্যান্য বাজারে বিদ্যুচ্চালিত গাড়ির চাহিদাও কমেছে।