অনেকে আশা প্রকাশ করেছেন প্রযুক্তিটি এমনভাবে উন্নতি করবে যেন এসব কনটেন্ট তৈরি করা আরও সহজ হয়।
Published : 13 Aug 2024, 06:26 PM
শিশুদের যৌন নিপীড়নকে উপজীব্য করে কনটেন্ট তৈরি শেখার জন্য আগ্রহ লক্ষ্য করা গেছে সাইবার অপরাধীদের মধ্যে।
ইংল্যান্ডের অ্যাংলিয়া রাস্কিন ইউনিভার্সিটির প্রকাশিত নতুন এক গবেষণায় এ তথ্য মিলেছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। ডার্ক ওয়েবে শিশু নির্যাতনের এআই-জেনারেটেড ছবির চাহিদা বাড়ছে বলে উঠে এসেছে গবেষণায়।
গত ১২ মাসে ডার্ক ওয়েব ফোরামের বিভিন্ন আলাপচারিতা বিশ্লেষণ করেছেন ড. ডিনা ডেভি ও অধ্যাপক স্যাম লুন্ড্রিগান।
বিভিন্ন ফোরাম সদস্য নিজেদেরই শেখাচ্ছেন কীভাবে এআই-এর মাধ্যমে শিশুদের যৌন নিপীড়ন নিয়ে বিভিন্ন কনটেন্ট তৈরি করা যায়। গবেষণায় দেখা গেছে, অনলাইন গাইড, ভিডিও, পরামর্শ ও দিকনির্দেশনা নিজেদের মধ্যে আদানপ্রদান করেই তারা এসব শিখছেন।
বিশ্লেষণে আরও দেখা গেছে, ছবি বিকৃত করার পদ্ধতি শিখতে নিজস্ব ‘নন-এআই কনটেন্ট’-এর সংগ্রহ ব্যবহার করছেন ফোরামের সদস্যরা।
এআই ব্যবহার করে ছবি তৈরি করেন এমন অনেককেই ‘শিল্পী’ বলে উল্লেখ করছেন অন্য সদস্যরা। এ ছাড়া, অনেকে আশা প্রকাশ করেছেন প্রযুক্তিটি এমনভাবে উন্নতি করবে যেন এসব কনটেন্ট তৈরি করা আরও সহজ হয়।
এআইয়ের তৈরি শিশু নিপীড়নের কনটেন্ট একটি “দ্রুত ক্রমবর্ধমান সমস্যা” হিসেবে উল্লেখ করেন ড. ডেভি।
"অপরাধীরা কীভাবে এটি তৈরি করছে সে সম্পর্কে আমাদের আরও কিছু বিষয় বুঝতে হবে, কতটা ব্যাপকভাবে এসব শেয়ার করা হচ্ছে ও এর প্রভাব নিয়েও জানতে হবে।” – আরও যোগ করেন তিনি।
“একটি ভুল ধারণা রয়েছে এআইয়ের তৈরি ছবিতে কারও ক্ষতি হয় না বা ‘ভিকটিমলেস’, যা একেবারেই সত্যি নয়।”