“এর রং কালো, যা চামড়া ও মখমল দিয়ে তৈরি,” হুয়াংয়ের জন্য আনা জ্যাকেট সম্পর্কে ব্যাখ্যা করেন জাকারবার্গ।
Published : 30 Jul 2024, 06:16 PM
সাম্প্রতিক এক আয়োজনে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং ও মেটা সিইও মার্ক জাকারবার্গের মধ্যে আগুনঝড়া কথোপকথনের সমাপ্তি ঘটেছে এক অদ্ভুত ঘটনা দিয়ে।
সোমবার যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে আয়োজিত ‘সিগগ্রাফ ২০২৪’ সম্মেলনে দুজনের আলোচনা শুরু হয়েছিল বেশ শান্তভাবেই, যেখানে হুয়াং এনভিডিয়ার বিভিন্ন জিপিউ’র সক্ষমতা নিয়ে ইতিবাচক মন্তব্য করার পাশাপাশি এআই চ্যাটবটের ভবিষ্যৎ নিয়ে নিজস্ব লক্ষ্যমাত্রা তুলে ধরেন জাকারবার্গও।
তবে, কথোপকথন শেষে একে অপরের সঙ্গে জ্যাকেট বদলাতে দেখা যায় এ দুই প্রযুক্তি টাইকুনকে, যেগুলো ছিল ‘কাস্টম-মেইড’। বছরের শুরুতে তাদের একসঙ্গে তোলা এক ভাইরাল মিমওয়ালা ছবির স্মৃতিচারণের জন্য তারা এমন করেছেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।
“এর রং কালো, যা চামড়া ও মখমল দিয়ে তৈরি,” হুয়াংয়ের জন্য আনা জ্যাকেট সম্পর্কে ব্যাখ্যা করেন জাকারবার্গ।
“এটা একটা ‘ভাইব’। আমি বোঝাতে চাচ্ছি, এটা পরতে তার একটা চেইন কেনা লাগবে।”
অন্যদিকে, হুয়াং বলছেন, তিনি জাকারবার্গকে যে নতুন চামড়ার জ্যাকেটটি দিয়েছেন, তা এ বছরের সিগগ্রাফ আয়োজনে পরে আসার জন্য তার স্ত্রী কিনে দিয়েছিলেন। আর সেটা তিনি দুই ঘণ্টা ধরে আয়োজনে পরে থেকেছেন।
এর জবাবে জাকারবার্গ বলেন, “এর দাম আরও বেশি কারণ এটা ব্যবহার করা।”
এমনকি আয়োজনের এক সময় জাকারবার্গের টমেটো কাটার অভ্যেস নিয়েও টিপস দেন হুয়াং। এর আগে নিজ বাড়িতে একসঙ্গে ‘চিজস্টেক স্যান্ডউইচ’ বানানোর সময় জাকারবার্গকে টমেটো কাটার দায়িত্ব দেওয়ার বিষয়টিও মনে করিয়ে দেন এনভিডিয়া প্রধান।
সাক্ষাৎকারটি শেষ হয় এ দুই শীর্ষ প্রযুক্তি নির্বাহীর একে অপর সম্পর্কে মধুর বাক্য বিনিময় দিয়ে, যেখানে জাকারবার্গের শারীরিক গঠন নিয়ে প্রশংসা করেন হুয়াং।
“আমার মনে হয় মার্ক বেশ সুঠাম,” বলেন তিনি।
“দেখেন, লোকটা কতটা ‘জ্যাকড!”
এর পর হুয়াংকে আলিঙ্গন করে এ প্রশংসার জবাবে জাকারবার্গ বলেন, “আপনিও!”