নিজেদের সকল কোয়েস্ট ভিআর হেডসেটে ‘প্যারেন্টাল কন্ট্রোল’ ফিচার যোগ করছে মেটা। এতে অভিভাবকরা ডিভাইসে অল্পবয়সী সন্তানের ‘স্ক্রিন টাইম’ যাচাই এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মে নতুন পণ্য কেনার অনুরোধের সতর্কবার্তা পাবেন।
Published : 16 Jun 2022, 07:05 PM
কোয়েস্ট ভিআর হেডসেটে মেটার নতুন ফিচার নিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ভিআর হেডসেটে এই সুবিধা যোগ করার পাশাপাশি ইনস্টাগ্রামের ‘প্যারেন্টাল কন্ট্রোল’ সুবিধাও বাড়িয়েছে মেটা। এ ছাড়া, প্রতিষ্ঠানটির নিজস্ব ভিআর প্ল্যাটফর্ম ‘হরাইজন ওয়ার্ল্ডস’-তেও নতুন কয়েকটি ফিচার এসেছে।
১৩ বছরের কম বয়সীদের কোয়েস্ট হেডসেট ব্যবহারের অনুমোদন দেওয়া হয়নি এবং হরাইজন ওয়ার্ল্ডস-তেও প্রবেশ করতে পারেননা ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীরা।
মেটার এক ব্লগপোস্টে উল্লেখিত এবং মার্চ মাসে প্রথম উন্মোচিত নতুন এসব অপশন অনেকটা ফোনের ভিআর অ্যাপ্লিকেশনের অপশনের মতোই, যেটি ব্যবহার করতে একজন কিশোরের ফেইসবুক অ্যাকাউন্টের সঙ্গে প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর অ্যাকাউন্ট যুক্ত থাকতে হয়।
ভিআর হেডসেট ব্যবহারে একইভাবে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর অ্যাকাউন্টের সঙ্গে অভিভাবকের অ্যাকাউন্টের সংযোগ থাকতে হবে।
অ্যাকাউন্টগুলো একবার সংযুক্ত হলে প্রাপ্তবয়স্ক ব্যবহারকারী ওই কিশোরের ডিভাইসের অ্যাপ ও তাদের ‘অকুলাস ফ্রেন্ডস’-এর তালিকা দেখতে পারবেন।
নতুন এই ফিচারে একজন কিশোর বয়সসীমা ব্যবস্থার কারণে ব্লক থাকা অ্যাপ কেনার জন্য লিখিত অনুরোধ জানাতে পারবেন এবং প্রাপ্তবয়স্করাও চাইলে ওয়েব ব্রাউজার সহ নির্দিষ্ট যেকোনো অ্যাপ ব্লক করতে পারবেন।
পাশাপাশি, তারা ‘লিঙ্ক’ এবং ‘এয়ার লিঙ্ক’ ফিচারও ব্লক করতে পারবেন, যেটি কোয়েস্ট হেডসেটে পিসির ‘ভিআর কনটেন্ট’ খেলার সুবিধা দিয়ে থাকে।
প্রচলিত সামাজিক নেটওয়ার্কিংয়ের বাইরে ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটির প্রযুক্তিতে নিজেদের ভবিষ্যৎ দেখছে মেটা। তবে, ভিআর সামাজিক স্পেইসে ব্যবহারকারীর নিরাপত্তায় সম্ভাব্য "অস্তিত্বগত" সমস্যার কথাও স্বীকার করছেন প্রতিষ্ঠানটির নির্বাহীরা।
নতুন একটি ফিচারের সর্বশেষ আপডেটে মেটা কোয়েস্ট হেডসেটের হোমস্ক্রিনে সরাসরি একাধিক ব্যবহারকারীর অভিজ্ঞতা আনতে চাওয়ায় সমস্যাটির পরিধি আরও বাড়ছে।
‘হরাইজন হোম’-কে বন্ধু ও পরিবারের জন্য় ছোট পরিসরে মেলামেশার একটি জায়গা হিসেবে বিবেচনা করা হয়। পরিবারে যদি কোনো শিশু সদস্য থাকে তাহলে নতুন ফিচারটি ভিআর-এ তাদের কার্যক্রম পর্যাবেক্ষণের সুযোগ কিছুটা হলেও বাড়িয়ে দেবে বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।