২০১৮ সালের প্রথম প্রান্তিকে আনুমানিক ১৪ লাখ ডোমেইন নাম নিবন্ধন করা হয়েছে, মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে ডোমেইন নাম সরবরাহকারী ও ইন্টারনেট নিরাপত্তাদাতা শীর্ষ প্রতিষ্ঠান ভেরিসাইন। এর ফলে টপ-লেভেল ডোমেইন বা টিএলডি-এর সংখ্যা প্রায় ৩৩.৩৮ কোটি ছাড়িয়েছে।
Published : 20 Jun 2018, 10:54 PM
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, চলতি বছর প্রথম প্রান্তিকে ‘ডটকম’ এবং ‘ডটনেট’ টিএলডি মিলিয়ে ডোমেইন নেইম বেইস-এ নিবন্ধিত মোট ডোমেইন সংখ্যা আনুমানিক ১৪.৮৩ কোটি।
এই ডেটা ডোমেইন নাম নিবন্ধনে ২০১৭ সালের শেষ প্রান্তিকের তুলনায় আনুমানিক ১৯ লাখ বা ১.৩ শতাংশ বৃদ্ধি তুলে ধরে। এক বছর আগের তুলনায় এ বছর প্রথম প্রান্তিকে ডটকম ও ডটনেট-এ মোট ডোমেইন নিবন্ধন বেড়েছে প্রায় ৪৬ লাখ বা ৩.২ শতাংশ। এই প্রান্তিক শেষে নতুন নিবন্ধিত ডটকম ও ডটনেট ডোমেইন নামে নিবন্ধিত মোট ডোমেইন নামের সংখ্যা আনুমানিক ৯৬ লাখ। যেখানে আগের বছর একই প্রান্তিকে সংখ্যাটা ৯৫ লাখ ছিল বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত হিসেবে মোট নিবন্ধিত ডটকম ডোমেইন-এর সংখ্যা আনুমানিক ১৩.৩৯ কোটি। ডটনেট-এর ক্ষেত্রে এই সংখ্যা ১.৪৪ কোটি।