ইউটিউব-এর সাবস্ক্রিপশন সেবার দিকে নজর দিচ্ছেন হলিউড তারকা রবার্ট ডাউনি জুনিয়র।
Published : 16 May 2018, 11:13 PM
অ্যাভেঞ্জার্স মুভির পর এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক একটি অনলাইন সিরিজ বানানোর দিকে ঝুঁকছেন তিনি। ২০১৯ সাল থেকে এই সিরিজ শুরু হবে বলে আশা করা হচ্ছে, উল্লেখ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।
আয়রন ম্যান চরিত্রে অভিনয় করা রবার্ট ডাউনি’র আটটি পর্বের একটি ডকুমেন্টারি বানানোর পরিকল্পনা করছেন। এই সিরিজ তিনি আর স্ত্রী সুসান ডাউনি মিলে প্রযোজনা করবেন।
ইউটিউবের ‘সাবস্ক্রিপশন’ভিত্তিক সেবা ‘ইউটিউব রেড’ বৈশ্বিকভাবে তাদের পরিসর বাড়ানোর পরিকল্পনা করছে। রবার্ট ডাউনি’র এই পদক্ষেপ এই পরিকল্পনা এগিয়ে নিয়ে সহায়তা করবে বলে মত দিয়েছেন একজন বিশেষজ্ঞ। বিশ্লেষণা প্রতিষ্ঠান এন্ডার্স অ্যানালিসিস-এর টম হ্যারিংটন বলেন “আপনি যদি ইউটিউব রেড-এর সব মূল কনটেন্টগুলোতে তাকান, অধিকাংশই ইউটিউবে বিখ্যাত হয়েছেন এমন মানুষদের আনা।”
“এটিই ভিন্নতা আনছে। এটি পণ্যটির এমন একটি রূপ আনছে যে এটি শুধু কয়েকজন বাচ্চা একটি ক্যামেরা নিয়ে কোনো প্র্যাংক ভিডিও পোস্ট দিচ্ছে এমন প্লাটফর্ম নয়, ভ্লগারদের নিয়ে অনেক মানুষ এমন নেতিবাচক ধারণা পোষণ করেন।”
২০১৫ সালে প্রথম ইউটিউব রেড যাত্রা শুরু করে। নেটফ্লিক্স, অ্যামাজন ভিডিও আর স্পটিফাইয়ের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর জবাব দিতে এই সেবা চালু করে গুগল অধীনস্থ ইউটিউব। এর গ্রাহক ফি হচ্ছে প্রতি মাসে ১০ ডলার।
বর্তমানে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মেক্সিকো, নিউ জিল্যান্ড আর দক্ষিণ আমেরিকায় এই সেবা রয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটি জানিয়েছে চলতি বছর তারা আরও দেশে এই সেবা আনার পরিকল্পনা করছে।