বৈঠকেও অনড় কোয়ালকম

একই খাতের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ব্রডকমের নতুন প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান কোয়ালকম।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2018, 11:34 AM
Updated : 17 Feb 2018, 11:34 AM

শুক্রবার কোয়ালকম-এর পক্ষ থেকে বলা হয়, তাদের ‘সত্যিকার মূল্য উপস্থাপন করে’ এমন একটি মূল্যে ব্রডকমের প্রস্তাবের ওপর আলোচনা করতে তারা উন্মুক্ত। কোয়ালকম জানায়, ১৪ ফেব্রুয়ারি ব্রডকম-এর সঙ্গে তাদের একটি ‘গঠনমূলক’ বৈঠক হয়েছে। কোয়ালকম-কে কিনতে ব্রডকম-এর দেওয়া ১২১০০ কোটি ডলারের প্রস্তাব নিয়ে এই প্রথমবার দুই প্রতিষ্ঠানের মধ্যে বৈঠক হলো।

ওই প্রস্তাবে কোয়ালকম-এর দাম কম ধরা হয়েছে- আগে প্রকাশ করা নিজেদের এমন ধারণা থেকে এখনও সরে আসেনি কোয়ালকম।

কোয়ালকম-এর ভবিষ্যৎ লাইসেন্সিং ব্যবসায় নিয়ে নিজেদের উদ্দেশ্যে কী সে সম্পর্কে ব্রডকম কোনো মন্তব্য করতে অস্বীকৃতি প্রকাশ করেছে বলে জানিয়েছে কোয়ালকম। তবে এ নিয়ে তাৎক্ষণিকভাবে ব্রডকম-এর কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।  

কোয়ালকম-এর প্রতিনিধিরা তাদের কথা শুনেছেন কিন্তু তাদের প্রস্তাবে সম্পৃক্ত হননি- ১৪ ফেব্রুয়ারি বৈঠক থেকে ব্রডকম-এর শীর্ষ কর্মকর্তারা এমন ধারণা নিয়ে বের হয়েছেন বলে বুধবার রয়টার্স-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও খবর-