চীনে ভোক্তা অভিজ্ঞতায় সেরা হুয়াওয়ে

২০১৮ সালের চীনা মোবাইল ফোন ব্র্যান্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুপারিশ করা স্মার্টফোন হিসেবে নির্বাচিত হয়েছে হুয়াওয়ে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2018, 09:51 AM
Updated : 22 Jan 2018, 09:51 AM

চীনের শীর্ষস্থানীয় ব্র্যান্ড রেটিং সংস্থা সিএইচএনব্র্যান্ড-এর সমন্বয়ে চায়না নেট প্রোমোটার স্কোর (সি-এনপিএস)-এর র‍্যাংকিং আর বিশ্লেষণায় হুয়াওয়ে এই স্থান পেয়েছে। কোনো পণ্য বা সেবার বিষয়ে ভোক্তারা তাদের অভিজ্ঞতা নিয়ে অন্য ভোক্তাদের কী বলছে তার উপর ভিত্তি করে সি-এনপিএস এই বিশ্লেষণা করে থাকে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।   

এই প্রথমবারের হুয়াওয়ে এই স্থান দখলে নিল, এর আগে এটি মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের হাতে ছিল।

সম্প্রতি হুয়াওয়ে অ্যান্ড্রয়েড ওরিও প্লাটফর্মে নিজেদের বিশেষায়িত অপারেটিং সিস্টেম ইএমইউআই ৮.০ উন্মোচন করে। হুয়াওয়ে’র অনার স্মার্টফোনগুলোতে এই অপারেটিং সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সক্ষমতা বাড়ায় বলে দাবি প্রতিষ্ঠানটির। 

এই অপারেটিং সিস্টেম ইতোমধ্যে প্রতিষ্ঠানটির অনার ভিউ ১০, অনার ৮ প্রো, অনার ৯আই আর অনার ৭এক্স স্মার্টফোনগুলোতে দেওয়া হয়েছে।

আরও খবর-