১০ হাজার ডলার ছাড়ালো বিটকয়েন মূল্য

প্রতি বিটকয়েনের মূল্য ১০ হাজার ডলারের মাইলফলক পাড়ি দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2017, 08:25 AM
Updated : 30 Nov 2017, 08:17 AM

বুধবার ভার্চুয়াল মুদ্রা ও ক্রিপ্টোকারেন্সিবিষয়ক সাইট কয়েনডেস্ক এ তথ্য প্রকাশ করে। সাইটটির প্রতিবেদনে বলা হয়, এদিন গ্রিনিচ মান সময় ১টা ৪৫ মিনিটে প্রতি বিটকয়েনের মূল্য হয়  ১০ হাজার ৪৪ ডলার। চলতি সপ্তাহেই বাজারমূল্যের দিক থেকে সবচেয়ে বড় এই ক্রিপ্টোকারেন্সির প্রতি কয়েনের মূল্য নয় হাজার ডলার ছাড়ায়। 

এই দাম বৃদ্ধির ফলে ঠিক এক বছর আগের তুলনায় প্রতি বিটকয়েনের দাম নয়শ’ শতাংশেরও বেশি বেড়েছে। চলতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রতি বিটকয়েনের মূল্য তিন হাজার ডলারের নিচে ছিল। সে হিসেবে এরই মধ্যে দাম বৃদ্ধির হার ২৩০ শতাংশ।

এ খবর প্রকাশের সময় কয়েনডেস্ক-এর সাইটের সূত্রমতে প্রতি বিটকয়েনের দাম ছিল ১০,৫৮১.৭১ ডলার। 

চলতি বছর শুরু থেকে দ্রুতগতিতে বাড়ছিল বিটকয়েনের মূল্য। চলতি মাসে এর মূল্য অনেক পড়ে যায়, প্রতি বিটকয়েনের মূল্য চলে আসে সাড়ে পাঁচ হাজার ডলারের নিচে। বছরের শুরুতে জানুয়ারিতে এক বিটকয়েনের দাম এক হাজার ডলারেরও কম ছিল।

চলতি বছরই প্রতি বিটকয়েনের মূল্য যে ১০ হাজার ডলার ছাড়াবে তা নিয়ে অক্টোবরে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র এক গবেষণায় পূর্বাভাস দেওয়া হয়। সে সময় একই মত দিয়েছিলেন হেজ ফান্ড ব্যবস্থাপক মাইক নভোগ্র্যাটজ-ও।